ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ভাগ্যের জোরে জয় ইতালির

প্রকাশিত: ০৭:১৩, ১৬ অক্টোবর ২০১৮

ভাগ্যের জোরে জয় ইতালির

স্পোর্টস রিপোর্টার ॥ ভাগ্যের জোরে জয় পেয়ে উয়েফা নেশন্স লীগে নিজেদের টিকিয়ে রেখেছে ইতালি। রবিবার রাতে ফিওরেন্টিনার লেফট ব্যাক ক্রিশ্চিয়ানো বিরাগি শেষ মুহূর্তে গোল করে দলকে মহামূল্যবান জয় উপহার দেন। স্বাগতিক পোল্যান্ডের বিপক্ষে ১-০ গোলের এই জয়ে গ্রুপ থ্রি থেকে পরের পর্বে খেলার সম্ভাবনা জিইয়ে রেখেছে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। এই গ্রুপে টানা দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে পর্তুগাল। আর এই হারে পোল্যান্ডের লীগ-বি’তে রেলিগেশন নিশ্চিত হয়েছে। এদিকে, আন্তর্জাতিক প্রীতি ম্যাচে সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে ছাড়া আরেকটি দুর্দান্ত জয় পেয়েছে পর্তুগাল। স্কটল্যান্ডকে তাদেরই মাঠে ৩-১ গোলে হারিয়েছে ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা। ইউক্রেনের সঙ্গে প্রীতি ম্যাচে ১-১ গোলে ড্র করা দলটির ওপরই আস্থা রাখেন ইতালি কোচ রবার্তো ম্যানচিনি। দলটির আক্রমণভাগের নেতৃত্বে ছিলেন ফেডেরিকো বারনারডেশী, লোরেঞ্জে ইনসিগনে ও ফেডেরিকো চিয়েসা। জেনোয়ার বিপক্ষে অভিষেক হওয়ার পর মধ্যমাঠে লোরেঞ্জো পেলেগ্রিনির জায়গায় মূল একাদশে নেমেছিলেন ২১ বছর বয়সী নিকোলো বারেলা। অন্যদিকে পোল্যান্ড জেনোয়া ফরোয়ার্ড ক্রিজিসটো পিয়াটেকের পরিবর্তে রবার্তো লেভানডোস্কি ও আরকাডিয়াস মিলিকের ওপরই আস্থা রেখেছিল। অথচ ক্লাব ও দেশ মিলিয়ে ১০ প্রতিযোগিতামূলক ম্যাচে পিয়াটেক ১৪ গোল করেছেন। প্রথমার্ধের প্রায় পুরোটাই নিজেদের আধিপত্য ধরে রেখেছিল ইতালি। কিন্তু আবারও সেই কাক্সিক্ষত গোলের অভাবে সাফল্য পাচ্ছিল না। পাঁচ মিনিটে জর্জিনহোর শট বারে লেগে ফেরত আসে। চিয়েসার বল বারের কারণে জালে প্রবেশ করেনি। তবে পোল্যান্ড তাদের গোলরক্ষক ওজিচেক সিজিসনিকে ধন্যবাদ দিতেই পারে। আলেসান্দ্রো ফ্লোরেঞ্জি, জর্জিনজো, ফেডেরিকো বারনারডেশি ও জুভেন্টাস সতীর্থ জিওর্জিও চিয়েল্লিনিকে হতাশ করে সিজিসনি বারবার পোল্যান্ডকে রক্ষা করেছেন। বারনারডেশি ও মার্কো ভেরাত্তির সহায়তায় ৬৫ মিনিটে গোল পেলেও ইনসিগনের অফ সাইডের কারণে তা বাতিল হয়ে যায়। দ্বিতীয়ার্ধে পোল্যান্ডও বেশ কিছু সুযোগ নষ্ট করেছে। তবে শেষ পর্যন্ত বদলি খেলোয়াড় কেভিন লাসাগনার কর্ণার থেকে বিরাগি ইতালিকে দারুণ এক জয় উপহার দেন। এই জয়ের মাধ্যমে ডিসেম্বরে ইউরো ২০২০’র বাছাইপর্বের ড্রয়ের আগে অন্তত ইতালি নেশন্স লীগে নিজেদের টিকিয়ে রাখল। আগামী ১৭ নবেম্বর তারা পরবর্তী ম্যাচে পর্তুগালের মোকাবেলা করবে। বিশ্বকাপের মূল পর্বে চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি খেলতে ব্যর্থ হওয়ার পর মে মাসে নতুন কোচ হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ম্যানচিনি। এরপর এটাই ম্যানচিনির অধীনে ইতালিয়দের প্রথম জয়। ম্যাচ শেষে ম্যানচিনি বলেন, নতুন ধারা ইতোমধ্যেই শুরু হয়ে গেছে। আমরা পুরো ম্যাচে আধিপত্য দেখিয়েছি। প্রথম গোলটা আমাদেরই পাওয়া উচিত ছিল। ম্যাচটি যদি গোলশূন্য ড্র হতো তবে মোটেই ন্যায্য হতো না। সব খেলোয়াড়ই নিজেদের সেরাটা দেয়ার চেষ্টা করেছে। ভাল একটি ম্যাচে জয়টাও দারুণ হয়েছে। গোল করার পর বিরাগি হাত দিয়ে ‘১৩’ সংখ্যাটি দেখান। জাতীয় দলের হয়ে ক্যারিয়ারের প্রথম গোলটি গত মাসে মৃত্যুবরণ করা ইতালি ও ফিওরেন্টিনার সাবেক অধিনায়ক ডেভিড আস্তোরিকে উৎস্বর্গ করেছেন বিরাগি। ইতালির হয়ে গত মাসে প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পাওয়া বিরাগি ম্যাচ শেষে বলেছেন, আমার সবকিছুই তার জন্য। সে আমার মেন্টর ছিল। এদিকে গোল দিয়ে পর্তুগাল জাতীয় ফুটবল দলে অভিষেক হয়েছে হেল্ডার কোস্টার। হামডান পার্কে অনুষ্ঠিত ম্যাচে কিছুটা বিলম্বে গোলের সূচনা করেছেন উলভস ফরোয়ার্ড কোস্টা। জুভেন্টাস সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর অনুপস্থিতি সত্ত্বেও স্বাগতিক স্কটিশদের বিপক্ষে সহজ এই জয় তুলে নিতে সক্ষম হয় ফার্নান্ডো সান্টোসের দল। পর্তুগীজদের হয়ে বাকি গোল দুটি করেছেন ইডের ও ব্রুমা। ধর্ষণের অভিযোগ ওঠায় পর্তুগাল স্কোয়াডে জায়গা হারিয়েছেন রোনাল্ডো। যদিও ওই অভিযোগটি দৃঢ়তার সঙ্গে প্রত্যাখ্যান করেছেন পাঁচ বারের এই ব্যালন ডি’অর খেতাব জয়ী। এই ম্যাচে রোনাল্ডো ছাড়াও আরও কয়েকজন শীর্ষ তারকা স্কোয়াডের বাইরে ছিলেন। এদের মধ্যে বেসিকতাসের ডিফেন্ডার পেপে এবং ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার বার্নার্ডো সিলভা অন্যতম। বৃহস্পতিবার নেশন্স লীগের ম্যাচে পোল্যান্ডের বিপক্ষে জয় তুলে নেয়ার পর এই তারকাদের নিজ ক্লাবে ফিরিয়ে দিয়ে নতুনদের নিয়ে প্রীতি ম্যাচের একাদশ গঠন করেন পর্তুগীজ কোচ।
×