ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

আজ সকালে ঢাকায় আসছে জিম্বাবুইয়ে ক্রিকেট দল

প্রকাশিত: ০৭:১৩, ১৬ অক্টোবর ২০১৮

আজ সকালে ঢাকায় আসছে জিম্বাবুইয়ে ক্রিকেট দল

স্পোর্টস রিপোর্টার ॥ চলতি বছর জানুয়ারিতেই বাংলাদেশ সফর করে গেছে জিম্বাবুইয়ে ক্রিকেট দল। তবে সেবার ত্রিদেশীয় সিরিজ খেলেছিল তারা। গ্রায়েম ক্রেমারের অধীনে খেলা সেই দলটিতে অনেক পরিবর্তন নিয়ে মাত্র ৯ মাসের ব্যবধানে আবার বাংলাদেশ সফরে আসছে তারা। সম্প্রতিই দক্ষিণ আফ্রিকায় সিরিজ খেলে হ্যামিল্টন মাসাকাদজার অধীনেই আজ সকালে এসে পৌঁছবে জিম্বাবুইয়ে। জানুয়ারিতে ক্রেমারের অধীনে বাংলাদেশে এসে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ খেলা দলের ৭ জনই এবার নেই। অবশ্য ত্রিদেশীয় সিরিজে একেবারেই সুবিধা করতে পারেনি জিম্বাবুইয়ে দল। সেই দল থেকে বাদ অধিনায়ক ক্রেমার ইনজুরির কারণে। সেজন্য সম্প্রতিই দক্ষিণ আফ্রিকা সফরে মাসাকাদজার অধীনে খেলেছে আফ্রিকা মহাদেশের দলটি। সিকান্দার রাজা, ক্রিস্টোফার এমপোফু, ম্যালকম ওয়ালারদের মতো অভিজ্ঞরা ছাড়াও এবার বাংলাদেশ সফরে নেই টেন্ডাই চিসোরো, রায়ান মারে ও ব্লেসিং মুজারাবানিরা। তবে দলে ফিরেছেন অভিজ্ঞ অলরাউন্ডার এলটন চিগুম্বুরা, জন নিয়ুম্বু ও শন উইলিয়ামস। এই নতুন চেহারার দলটি দক্ষিণ আফ্রিকা সফরে তিন ওয়ানডেতেই বাজেভাবে হেরেছে এবং টি২০ সিরিজেও ২-০ ব্যবধানের হার দেখেছে। এবার সেই পরাজয়ের তিক্ততা নিয়েই বাংলাদেশের বিপক্ষে ৩ ওয়ানডে ও ২ টেস্টের সিরিজ খেলবে তারা। সর্বশেষ দ্বিপাক্ষিক সিরিজে দু’দল খেলেছে বাংলাদেশের মাটিতেই ২০১৫ সালের নবেম্বরে। ৩ ওয়ানডের সিরিজে ৩-০ ব্যবধানে সফরকারীদের হোয়াইটওয়াশ করেছিল স্বাগতিক বাংলাদেশ। আর ২০১৪ সালের নবেম্বরে সর্বশেষ টেস্ট সিরিজটিও হয়েছে দু’দলের মধ্যে বাংলাদেশের মাটিতে। সেই সিরিজেও প্রতিপক্ষকে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করে টাইগাররা। এবার অবশ্য এই সিরিজেই ওয়ানডে ও টেস্ট থাকছে। ৩ ওয়ানডে ও ২ টেস্টের সিরিজ শুরু হবে ২১ অক্টোবর মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে প্রথম ওয়ানডে দিয়ে। আজই সকালে এসে পৌঁছবে জিম্বাবুইয়ে ক্রিকেট দল। বাংলাদেশে পৌঁছে ১৯ অক্টোবর বিকেএসপিতে একদিনের একটি প্রস্তুতি ম্যাচে অংশ নেবে সফরকারীরা। সেই ম্যাচে বাংলাদেশ ওয়ানডে দলের কয়েকজন ক্রিকেটারও বিসিবি একাদশের হয়ে খেলবেন। সিরিজের শেষ দুটি ওয়ানডে গড়াবে ২৪ ও ২৬ অক্টোবর চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। প্রতি ওয়ানডে ম্যাচই দিবারাত্রির। ওয়ানডে সিরিজ শেষে ৩ নবেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টেস্ট শুরু হবে। আর এই ম্যাচ দিয়েই নয়নাভিরাম স্টেডিয়ামটির টেস্ট অভিষেক হবে। দ্বিতীয় ও শেষ টেস্ট মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ১১-১৫ নবেম্বর অনুষ্ঠিত হবে। জিম্বাবুইয়ে ওয়ানডে দল ॥ হ্যামিল্টন মাসাকাদজা (অধিনায়ক), সলোমন মায়ার, ক্রেইগ আরভিন, ব্রেন্ডন টেইলর, শন উইলিয়ামস, পিটার মুর, এলটন চিগুম্বুরা, ডোনাল্ড তিরিপানো, কাইল জারভিস, ব্রেন্ডন মাভুতা, রিচার্ড এনগ্রাভা, জন নিয়ুম্বু, ওয়েলিংটন মাসাকাদজা, তারিসাই মুসাকান্দা, টেন্ডাই চাতারা ও সেফাস ঝুয়াও। জিম্বাবুইয়ের টেস্ট দল ॥ মাসাকাদজা (অধিনায়ক), ব্রায়ান চারি, আরভিন, টেইলর, উইলিয়ামস, মুর, রেগিস চাকাবভা, তিরিপানো, জারভিস, মাভুতা, এনগ্রাভা, নিয়ুম্বু, ওয়েলিংটন, রায়ান বার্ল ও চাতারা।
×