ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ম্যাচ নিয়ে সৌদি আরব প্রবাসী বাংলাদেশীদের মধ্যে উন্মাদনা, নেইমার খেললেও নেই মেসি

জেদ্দায় ব্রাজিল-আর্জেন্টিনা মহারণ আজ রাতে

প্রকাশিত: ০৭:১০, ১৬ অক্টোবর ২০১৮

জেদ্দায় ব্রাজিল-আর্জেন্টিনা মহারণ আজ রাতে

জাহিদুল আলম জয় ॥ হোক না প্রীতি ম্যাচ তাতে কি, ম্যাচটা তো ব্রাজিল-আর্জেন্টিনার। যে কারণে উন্মাদনা বা আকর্ষণের কমতি নেই। হ্যাঁ, আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মুখোমুখি হচ্ছে বিশ্ব ফুটবলের সবচেয়ে জনপ্রিয় দুই দল। এশিয়ার দেশ সৌদি আরবের জেদ্দায় ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় আজ রাত ১২টায়। এই ম্যাচটিকে বলা হয়ে থাকে সুপার ক্লাসিকো। ম্যাচটি ঘিরে সৌদি আরব প্রবাসী বাংলাদেশীদের মধ্যে চলছে উন্মাদনা। তবে এই ম্যাচে ফুটবলপ্রেমীরা বঞ্চিত হচ্ছেন লিওনেল মেসি ও নেইমারের দ্বৈরথ দেখা থেকে। কেননা ম্যাচটিতে নেইমার খেললেও খেলবেন না মেসি। আর্জেন্টাইন অধিনায়ক আপাতত বিশ্রামে আছেন জাতীয় দল থেকে। মজার বিষয়, আগের বছর সুপার ক্লাসিকোতে মেসি খেললেও খেলেননি নেইমার। গত বছরের ৯ জুন অস্ট্রেলিয়ার বিখ্যাত মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে হওয়া ওই ম্যাচে ১-০ গোলে জিতেছিল আর্জেন্টিনা। ম্যাচটির পর এই প্রথমবার মুখোমুখি হচ্ছে পেলে ও ম্যারাডোনার দেশ। এবার তাই মেসিবিহীন আর্জেন্টিনাকে হারিয়ে প্রতিশোধ নেয়ার মিশনে নামছে রেকর্ড সর্বোচ্চ পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। মেসির অনুপস্থিতিতে ম্যাচটির আকর্ষণ অনেকটাই ম্লান হয়েছে। তবে উৎসবের কমতি নেই সেখানে বসবাসরত বাংলাদেশীদের মধ্যে। ম্যাচটি দেখতে মুখিয়ে আছেন তারা। সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে অনেক বাংলাদেশী ম্যাচটি নিয়ে তাদের আবেগ আর উচ্ছ্বাসের কথা জানিয়েছেন। দু’দলের সবশেষ দ্বৈরথে আর্জেন্টিনা জিতলেও সব মিলিয়ে এগিয়ে আছে ব্রাজিলই। এ পর্যন্ত ১০৪ মুখোমুখিতে ব্রাজিলের ৪০ জয়ের বিপরীতে আর্জেন্টিনার জয় ৩৮ ম্যাচে। ২৬ ম্যাচ ড্র হয়। বর্তমানে ফিফা র‌্যাঙ্কিংয়ে ব্রাজিল তিনে আর আর্জেন্টিনা সেরা দশের বাইরে এগারো। সবশেষ ছয় মুখোমুখিতে ব্রাজিল জিতেছে চার ম্যাচে। মাত্র এক জয় আর্জেন্টিনার। অপর ম্যাচটি ড্র হয়। এই ম্যাচেও মেসিবিহীন আর্জেন্টিনার বিপক্ষে স্পষ্ট ফেবারিট হিসেবে মাঠে নামছে ব্রাজিল। পূর্ণশক্তির দল মাঠে নামাতে যাচ্ছেন ব্রাজিল কোচ টিটে। ৪-৩-৩ ফর্মেশনে খেলানোর ইঙ্গিত দিয়েছেন তিনি। গোলপোস্ট আগলাবেন বিশ্বের সবচেয়ে দামী গোলরক্ষক লিভারপুলের এ্যালিসন। রক্ষণভাগ সামলাবেন মার্সেলো, মিরান্ডা, মারকুইনহোস ও ডানিলো। মধ্যমাঠে নেতৃত্বে থাকবেন কুটিনহো, কাসেমিরো, অগাস্টো। আক্রমণভাগে নেইমারের সঙ্গে থাকবেন গ্যাব্রিয়েল জেসুস ও রিচারলিসন। অন্যদিকে আর্জেন্টিনা মাঠে নামতে পারে ৪-১-৪-১ ফর্মেশনে। গোলপোস্ট আগলাবেন সার্জিও রোমেরো। মেসির অনুপস্থিতে একেবারে সামনে থাকবেন মাউরো ইকার্ডি। ম্যাচটিতে মাঠে নামার আগে দু’দলই সৌদি আরবে প্রীতি ম্যাচ খেলে জিতেছে। ইরাককে ৪-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। আর স্বাগতিক সৌদিকে ২-০ ব্যবধানে হারিয়েছে ব্রাজিল। অনেকেই সৌদি আরবের বিপক্ষে পারফর্মেন্সে সন্তুষ্ট না হলেও ব্রাজিল কোচ খুশি। ব্রাজিলের দায়িত্ব নিয়ে ২৯ ম্যাচে ২৩ জয় পাওয়া টিটে ম্যাচের আগে বলেন, একদম শুরু থেকে, আমরা যেমনটা ভেবেছিলাম, তেমনটা পারফর্ম করিনি। পারফর্মেন্সটা ছিল এই দলের মানদ-ের চেয়ে নিচে। আমরা এর চেয়ে আরও ভাল খেলি, আরও সুযোগ তৈরি করি। প্রতিদ্বন্দ্বিতা করি, আরও বেশি মনোযোগ রাখি। বেশিরভাগই ছিল আমাদের সাধারণ মাত্রার চেয়ে নিচে। তিনি আরও বলেন, আমরা সন্তুষ্ট করার মতো ছিলাম না। ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ কখনোই প্রীতি হয় না। আমরা সেটার জন্য আরও ভাল আশা করব। দলের পারফর্মেন্স নিয়ে অসন্তোষ থাকলেও জয়ের ধারায় থাকতে পেরে খুশি নেইমার। নিজেদের সামর্থ্যে বিশ্বাস রাখছেন ২৬ বছর বয়সী এই তারকা। আর্জেন্টিনা ম্যাচের আগে পিএসজি তারকা বলেন, আমরা আমাদের সামর্থ্য সম্পর্কে জানি। দলে অনেক পরিবর্তন আছে। মাঠে আরেকটু বেশি বোঝাপড়া থাকা দরকার। আশা করছি আর্জেন্টিনার বিপক্ষে দল ভাল করবে। এদিকে রাশিয়া বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায়ের পর অন্তর্বর্তীকালীন কোচ লিওনেল স্কালোনির অধীনে তিন ম্যাচে অপরাজিত আছে আর্জেন্টিনা। এই ধারাবাহিকতা ধরে রাখতে চায় তারা চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষেও। স্কালোনি বলেন, এই ম্যাচে আগাম কিছু বলা যায় না। তবে আমরা জয়ের জন্যই খেলব। মেসি না থাকলেও সবাই নিজের সেরাটা দিতে প্রস্তুত।
×