ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৬:৫৪, ১৬ অক্টোবর ২০১৮

টুকরো খবর

১১ দোকানে ডাকাতি নিজস্ব^ সংবাদদাতা, পার্বতীপুর, ১৫ সেপ্টেম্বর ॥ হাবড়া ইউনিয়নের চৌপথি বাজারে ১১ দোকানে ডাকাতি হয়েছে। ডাকাতরা অস্ত্রের মুখে বাজারের তিন নৈশপ্রহরীকে বেঁধে রেখে ১১ টি দোকানের তালা ভেঙ্গে প্রায় চার লাখ টাকাসহ দশ লক্ষাধিক টাকার মালামাল লুট করে। রবিবার রাতে এ ঘটনা ঘটে। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য বাজারের তিন নৈশপ্রহরীকে আটক করেছে। জানা গেছে, ২০/২৫ জনের সশস্ত্র একদল ডাকাত রবিবার রাত ৩ টার দিকে পিক-আপ নিয়ে চৌপথি বাজারে আসে। ডাকাতরা কৌশলে তিন নৈশপ্রহরীকে কাছে ডেকে নিয়ে হাত পা ও মুখ বেঁধে ফেলে। এরপর দোকানঘরের তালা ভেঙ্গে লুটপাট চালায়। পূজাম-পসমূহে কেসিসির অনুদান স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ মহানগরীর দুর্গাপূজা ম-পসমূহে সোমবার সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। প্রধান অতিথি মেয়র তালুকদার আব্দুল খালেক দুপুর ১২টায় নগরীর ছোট বয়রা কালীবাড়ি সার্বজনীন পূজা মন্দির প্রাঙ্গণে খালিশপুর ও সোনাডাঙ্গা থানা এলাকার ম-পসমূহের কর্মকর্তাদের হাতে অনুদানের অর্থ তুলে দেন। এর আগে বেলা ১১টায় মেয়র নগরীর দৌলতপুরে পাবলা মধ্যপাড়া সার্বজনীন পূজা মন্দিরে থানা ও দৌলতপুর থানা এলাকার ম-পসমূহের কর্মকর্তাদের হাতে অনুদানের অর্থ তুলে দেন। ইবিতে ফি বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন ইবি সংবাদদাতা ॥ ইসলামী বিশ^বিদ্যালয়ে ভর্তি ফিসহ বিভিন্ন খাতে ফি বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন করেছে প্রথম বর্ষের শিক্ষার্থীরা। সোমবার বেলা ১২টায় প্রশাসন ভবনের সামনে মানববন্ধন করে বিশ^বিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা। জানা যায়, ২০১৮-১৯ শিক্ষাবর্ষে ভর্তি আবেদনের মূল্য বৃদ্ধি, ২০১৭-১৮ শিক্ষাবর্ষ থেকে ভর্তি ফি, হল বাবদ ফি, সেমিস্টার ফি বৃদ্ধিসহ বিভিন্ন খাতে ফি বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন করে শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা আগামীকাল হতে সকল ক্লাস-পরীক্ষা বর্জন করার ঘোষণা দিয়েছে।’ শিক্ষার্থীদের আন্দোলনে একাত্মতা ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।
×