ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

হিজড়াদের কর্মসংস্থান দাবি

প্রকাশিত: ০৬:৫৩, ১৬ অক্টোবর ২০১৮

হিজড়াদের কর্মসংস্থান দাবি

নিজস্ব সংবাদদাতা, শেরপুর, ১৫ অক্টোবর ॥ শেরপুরে বাসস্থান ও কর্মসংস্থানের দাবিতে মানববন্ধন করেছে তৃতীয় লিঙ্গ হিসেবে স্বীকৃতি পাওয়া হিজড়া সম্প্রদায়। সোমবার সকালে জেলা কালেক্টরেট ভবন অঙ্গনে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা হিজড়া সম্প্রদায়ের সভাপতি নিশি আক্তার, সাধারণ সম্পাদক মোর্শেদা বেগম, সর্দারনী রিতা আক্তার, ময়ুরী প্রমুখ। ওই সময় তারা তাদের প্রতি সমাজের অবহেলা ও লাঞ্ছনার অভিজ্ঞতা তুলে ধরে বলেন, সরকার হিজড়া সম্প্রদায়ের সদস্যদের তৃতীয় লিঙ্গ হিসেবে স্বীকৃতি দিলেও আজও সামাজিক স্বীকৃতি মেলেনি। সুযোগ হয়ে ওঠেনি অন্যদের মতো কাজ করার। ফলে অর্ধশতাধিক সদস্যকে শহরের ভাড়া বাসায় থেকে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে। পদ্মার শাখা হতে শুশুক উদ্ধার স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ সোমবার দুপুরে লৌহজংয়ে পদ্মার শাখা নদীতে ধরা পড়েছে একটি শুশুক। উপজেলার বড় নওপাড়া নদীতে জেলের কারেন্ট জালে শুশুকটি আটকা পড়ে। এদিন বেলা ১২টার দিকে পার্শ্ববর্তী মশদগাঁও গ্রামের লক্ষ্মী নারায়ণ ও সীমান্ত নামে দুই বালক নদীর পাড়ে শুশুকটিকে জীবিত অবস্থায় আবিষ্কার করে। শুশুকটির মুখে কারেন্ট জালের ছেঁড়া অংশ থাকায় অনুমান করা হয় অজ্ঞাত জেলেদের জালে এটি আটকা পড়েছে। তারা ভয়ে নদীর কিনারে এটি ফেলে রেখে যায়। নারায়ণ ও সীমান্ত শুশুকটিকে মশদগাঁও গ্রামে এনে পিটিয়ে মেরে ফেলে। শুশুকটি দেখতে উৎসুক মানুষের ভিড় জমে যায়। পরে পদ্মার তীরে শুশুকটিকে মাটি চাপা দেয়া হয়।
×