ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সোনারগাঁয়ে পূজা মণ্ডপে ডাঃ বিরুর অনুদান প্রদান

প্রকাশিত: ০৬:৫২, ১৬ অক্টোবর ২০১৮

সোনারগাঁয়ে পূজা মণ্ডপে ডাঃ বিরুর অনুদান প্রদান

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ সনাতন ধর্মালম্বীদের শারদীয় দুর্গোৎসব উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক, বাংলাদেশ স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের অর্থোপেডিক বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডাঃ আবু জাফর চৌধুরী বিরু সোনারগাঁয়ে ৩৩টি পূজাম-পে নগদ অর্থ প্রদান করেছেন। রবিবার রাতে উপজেলার কাঁচপুর ইউনিয়নের পূর্ব বেহাকৈর বাবু ওমরের বাড়িতে একাদশ জাতীয় সংসদ নির্বাচনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে পূজা উদ্যাপন কমিটির হাতে এই অর্থ তুলে দেন। বর্তমান সরকারের আমলে সংখ্যালঘুরা কোন প্রকার নির্যাতনের শিকার হয় না। এ সময় উপস্থিত ছিলেন সোনারগাঁয়ের পূজা উদ্যাপন কমিটির সভাপতি শ্রী বাবু লোকনাথ দত্তের সভাপতিত্বে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন সোনারগাঁ থানা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এ্যাড. সামসুল ইসলাম ভূঁইয়া। থেমে নেই পদ্মায় ইলিশ শিকার নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর, ১৫ অক্টোবর ॥ নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাতে ও দিনদুপুরে পদ্মায় ইলিশ শিকার করা হচ্ছে। এসব ইলিশ পানির দামে বিক্রি হচ্ছে নদীরপারে ও স্থানীয় হাট-বাজারে। জানা গেছে, পদ্মাচরের দুর্গম এলাকাসংলগ্ন পদ্মা নদীতে গোপনে জেলেরা ইলিশ শিকার করছে। আবার প্রকাশ্য বাজারে বিক্রি করতে না পারায় সস্তায় স্থানীয় ক্রেতাদের কাছে বিক্রি করছে নদীরপারের। দুর্গম অঞ্চল প্রায় সময়ই অভিযানের বাইরে থেকে যায়। জেলেরা কৌশলে রাতে ও ভোরে পদ্মার বিভিন্ন এলাকায় ইলিশ শিকার করে থাকে। তারা ইলিশের জাল নদীতে ফেলে নির্দিষ্ট সময় পর্যন্ত পানিতে লুকিয়ে রেখে মাছ শিকার করে।
×