ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বাগমারা থেকে আওয়ামী লীগ নেতা নিখোঁজ ॥ বিক্ষোভ

প্রকাশিত: ০৬:৫২, ১৬ অক্টোবর ২০১৮

বাগমারা থেকে আওয়ামী লীগ নেতা নিখোঁজ ॥ বিক্ষোভ

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ বাগমারা থেকে আওয়ামী লীগের এক নেতা নিখোঁজ হয়েছেন। রবিবার দুপুর থেকে তার কোন সন্ধান পাওয়া যাচ্ছে না। এ নিয়ে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। নিখোঁজ আওয়ামী লীগ নেতার নাম আব্দুস সালাম। তার বাড়ি উপজেলার চেউখালি গ্রামে। তিনি উপজেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক এবং গোয়ালকান্দি ইউনিয়নের সহ-সভাপতি। গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। পুলিশ জানায়, রবিবার রাত ১০টার দিকে নিখোঁজ আব্দুস সালামের স্ত্রী আফরোজা বেগম থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। রবিবার দুপুর দেড়টার দিকে তার সর্বশেষ অবস্থান উপজেলার চাঁনপাড়ায় অবস্থিত পল্লী বিদ্যুত অফিস এলাকায় বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে কিভাবে তিনি নিখোঁজ হলেন এ নিয়ে কোন ক্লু এখনও পাওয়া যায়নি। এদিকে আওয়ামী লীগ নেতা আব্দুস সালামের সন্ধান চেয়ে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে এলাকাবাসী। সোমবার দুপুরে উপজেলার চেউখালিতে এই বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে নিখোঁজ আব্দুস সালামের পরিবারের সদস্যসহ এলাকাবাসী অংশ নেয়। সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে দুদকের মামলা নিজস্ব সংবাদদাতা, পাবনা, ১৫ অক্টোবর ॥ সদর সাব-রেজিস্ট্রার ইব্রাহিম আলীর বিরুদ্ধে ৫ বছরে আয় বহির্ভূত ২ কোটি ৩৮ লাখ ১৪ হাজার ৯২৫ টাকার সম্পদ অর্জনের অভিযোগে দুদক মামলা করেছে। সোমবার ডিএমপির দারুস সালাম থানার দুদকের সহকারী পরিচালক গোলাম মওলা বাদী হয়ে এ মামলা দায়ের করেছেন। জানা গেছে, পাবনা সদর সাব-রেজিস্ট্রার ইব্রাহিম আলীর বর্তমান ঠিকানা ৯/৪ টোলারবাগ, মিরপুর, ঢাকা। জানা যায়, ২০১৩ থেকে ২০১৮ সাল পর্যন্ত ঢাকার টোলারবাগে ৪০ লাখ টাকার ফ্ল্যাট, ঈশ^রদীর দাশুড়িয়ায় ৬৩ লাখ ৪৩ হাজার টাকার দ্বি-তল ভবন, ঈশ^রদী ও পাবনায় জায়গা, ব্যাংকে নিজ নামে বিপুল পরিমাণ টাকা ও তার মেয়ে মোছাঃ তানজিলা আফরিনের নামে পাবনার শালগাড়িয়া মৌজায় ১০৯৫ বর্গফুটের ২৫ লাখ টাকার ফ্ল্যাট ও সদর উপজেলাধীন ভবানীপুর মৌজায় জমি, সিটি ব্যাংক পাবনা শাখায় ১ কোটি টাকার এফডিআরসহ মেয়ের নামে ১ কোটি ৫৯ লাখ ৬৪ হাজার ৫২৩ টাকার স্থাবর-অস্থাবর সম্পদ রয়েছে। তার স্থাবর-অস্থাবর সম্পদের পরিমাণ হচ্ছে ৩ কোটি ১২ লাখ ৬৫ হাজার ৫০২ টাকা। এর মধ্যে আয় বহির্ভূত ২ কোটি ৩৮ লাখ ১৪ হাজার ৯২৫ টাকার সম্পদ তার দখলে থাকায় দুদক মামলা করে।
×