ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বকেয়া বেতন দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ-ভাংচুর, ধাওয়া পাল্টাধাওয়া ॥ পুলিশসহ আহত ১৮

প্রকাশিত: ০৬:৪৫, ১৬ অক্টোবর ২০১৮

বকেয়া বেতন দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ-ভাংচুর, ধাওয়া পাল্টাধাওয়া ॥ পুলিশসহ আহত ১৮

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ গাজীপুরে বকেয়া বেতন ভাতা পরিশোধের দাবিতে এক পোশাক কারখানার শ্রমিকরা সোমবার কর্মবিরতি ও বিক্ষোভ করেছে। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকরা কারখানার বিভিন্ন মালামাল ও দরজা-জানালার কাঁচসহ কয়েকটি গাড়ির কাঁচ ভাংচুর করে। শ্রমিকদের সঙ্গে পুলিশের কয়েকদফা ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। পুলিশ ৩১ রাউন্ড শটগানের গুলি ও ২২ রাউন্ড টিয়ার সেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। এ ঘটনায় পুলিশের এসআইসহ অন্তত ১৮ জন আহত হয়েছে। গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের ইন্সপেক্টর মোঃ আমজাদ হোসেন, আন্দোলনরত শ্রমিক ও স্থানীয়রা জানায়, লক্ষ্মীপুরা এলাকার ‘ইন্ট্রামেক্স’ পোশাক কারখানায় কর্মরত স্টাফদের পাঁচ মাসের এবং শ্রমিকদের সেপ্টেম্বর মাসের বেতন বকেয়া রয়েছে। কারখানা কর্তৃপক্ষ তাদের ওই পাওনা পরিশোধের একাধিক তারিখ দিলেও তারা তা পরিশোধ করেনি। সর্বশেষ শ্রমিকদের সেপ্টেম্বর মাসের বেতন রবিবার পরিশোধ করার প্রতিশ্রুতি দিলেও এদিন তা পরিশোধ করেনি কর্তৃপক্ষ। এ নিয়ে শ্রমিকদের মাঝে অসন্তোষ দেখা দেয়। শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে রবিবার কর্মবিরতি ও বিক্ষোভ করে। ওইদিন তারা কারখানার বিভিন্ন মালামাল ও দরজা-জানালার কাঁচ ভাংচুর করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনার জের ধরে শ্রমিকরা দ্বিতীয় দিনের মতো সোমবার সকালে কারখানায় গিয়ে তাদের পাওনাদি পরিশোধের দাবিতে কর্মবিরতি ও বিক্ষোভ করতে থাকে। তাদের সঙ্গে কারখানার কর্মচারীরাও যোগ দেয়। এ সময় তারা কারখানায় ভাংচুর করে। পরে বিকেল তিনটার দিকে কারখানার ব্যবস্থাপনা পরিচালক কারখানায় আসেন। এ সময় পুলিশের মধ্যস্থতায় আলোচনার পর কারখানার ব্যবস্থাপনা পরিচালক শ্রমিক-কর্মচারীদের পাওনাদি আগামী ২৪ অক্টোবর পরিশোধের ঘোষণা দেন।
×