ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মহানগর উত্তরের যৌথসভা

সব ধরনের পরিস্থিতিতে জাতীয় পার্টি নির্বাচনে অংশ নেবে

প্রকাশিত: ০৬:৪৫, ১৬ অক্টোবর ২০১৮

সব ধরনের পরিস্থিতিতে জাতীয় পার্টি নির্বাচনে অংশ নেবে

স্টাফ রিপোর্টার ॥ বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশাদ বলেছেন, দেশের মানুষ এখন জাতীয় পার্টির দিকে তাকিয়ে আছে। আগামী নির্বাচনে তারা লাঙ্গলকেই দেখতে চায়। কারণ দেশের মানুষ জানে উন্নয়ন, উৎপাদন এবং ব্যাপক কর্মসংস্থান সৃষ্টির জন্য জাতীয় পার্টির কোন বিকল্প নেই। সোমবার রাজধানীর গুলশান-১ সার্কেলের ইমানুয়েলস কনভেনশন সেন্টার মিলনায়তনে জাতীয় পার্টি মহানগর উত্তরের যৌথ সভায় রওশন এরশাদ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। ২০ অক্টোবরের ডাকা জাপার মহাসমাবেশ সফল করতে মহানগর উত্তরের সভাপতি এসএম ফয়সল চিশতির সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় আরও বক্তব্য রাখেন, পার্টির কো-চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের ও পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি। রওশন বলেন, জাতীয় পার্টির প্রতি দেশের মানুষের আস্থা আছে, তাই নির্বাচনের আগে তাদের সেই বিশ^াসকে আরও সুদৃঢ় করতে হবে। এজন্য ২০ অক্টোবরের মহাসমাবেশকে জনসমুদ্রে পরিণত করতে নেতা-কর্মীদের প্রতি আহ্বানও জানান তিনি। গত ১০ বছরে বিভিন্ন উন্নয়ন কর্মকা-ের কথা তুলে ধরে রওশন বলেন, আমরা সরকারকে উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে সহযোগিতা করে আসছি। ভবিষ্যতেও সহযোগিতার হাত প্রসারিত থাকবে। আমরা বিশ্বাস করি রাজনৈতিক সহযোগিতা ছাড়া কোন সরকার সামনের দিকে এগিয়ে যেতে পারে না। উন্নয়ন সফল করতে পারে না। তাই বিরোধী দল মানেই সরকারের সব কিছুতে বিরোধিতা করা নয়। বিরোধী দল মানেই গঠনমূলক সমালোচনা করা। সরকারের দোষ ত্রুটি ধরিয়ে দিয়ে উন্নয়নে সহযোগিতা করা। তাহলে একটি দেশ এগিয়ে যেতে পারে। জাতীয় পার্টির ন’বছরে উন্নয়ন-কর্মকা- দেশের মানুষ এখনও ভোলেনি একথা উল্লেখ করে বলেন, মানুষ এরশাদের নেতৃত্বেই দেশ পরিচালনার ভার দেখতে চায়। আগামী নির্বাচনে জাতীয় পার্টি রাষ্ট্র ক্ষমতায় যাবে, তাই দলকে সংগঠিত এবং মহাসমাবেশকে সফল করতে নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান। বিশেষ অতিথির বক্তব্যে জিএম কাদের বলেন, রাজনৈতিক বিবেচনায় দেশের মানুষ দুটি ভাগে ভাগ হয়ে গেছে। সব ধরনের পরিস্থিতিতেই জাতীয় পার্টি নির্বাচনে অংশ নেবে। তাই জাতীয় পার্টি তিন শ’ আসনেই নির্বাচনে অংশ নেয়ার প্রস্তুতি নিয়েছে। তিনি বলেন, জাতীয় পার্টি ২৭ বছর ক্ষমতার বাইরে, কিন্তু সাধারণ মানুষের মাঝে জাতীয় পার্টির ব্যাপক জনসমর্থন আছে। তাই শক্তি প্রদর্শনের জনই ২০ অক্টোবরের মহাসমাবেশ সফল করতে নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান জিএম কাদের। পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার বলেন, গেল ২৭ বছর দুটি দল দেশের রাজনীতিতে যে সংশয় এবং অনিশ্চয়তা সৃষ্টি করেছে তা কেবল জাতীয় পার্টিই দূর করতে পারবে। জাতীয় পার্টিই এখন দেশের মানুষের শেষ আশ্রয়স্থল। সাধারণ মানুষের ভরসা এখন শুধুই জাতীয় পার্টি। তিনি বলেন, ২০ অক্টোবরের মহাসমাবেশে প্রমাণ হবে বিএনপি ও আওয়ামী লীগের চেয়ে জাতীয় পার্টি এখন অনেক বেশি শক্তিশালী। জাতীয় পার্টিকে ধ্বংস করতে যে ষড়যন্ত্র হয়েছিল তা ছিন্নভিন্ন করে জাতীয় পার্টি দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। মহাসমাবেশকে মহাসমুদ্রে পরিণত করতে নেতা-কর্মীদের প্রতি তিনিও আহ্বান জানান। যৌথ সভায় উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য ফখরুল ইমাম এমপি, শফিকুল ইসলাম সেন্টু, পার্টি চেয়ারম্যানের উপদেষ্টা রেজাউল ইসলাম ভূঁইয়া, ক্বারী হাবিবুল্লাহ বেলালী, বিরোধী দলীয় চীফ হুইপ নুরুল ইসলাম ওমর এমপি, ভাইস চেয়ারম্যান অধ্যাপক নুরুল ইসলাম মিলন এমপি, নুরুল ইসলাম নুরু, আমানত হোসেন আমানত, শফিকুল ইসলাম শফিক, জসিম উদ্দিন ভূঁইয়া, নাসির উদ্দিন, কাজী আবুল খায়ের, আবদুস সাত্তার, জাহাঙ্গীর আলম পাঠান, মামুনুর রহমান প্রমুখ।
×