ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

গাজীপুরে ডিশ ব্যবসা নিয়ে দ্বন্দ্ব ॥ মহিলা আওয়ামী লীগ নেত্রীর ছেলেকে পিটিয়ে জখম

প্রকাশিত: ০৫:৫০, ১৬ অক্টোবর ২০১৮

গাজীপুরে ডিশ ব্যবসা নিয়ে দ্বন্দ্ব ॥ মহিলা আওয়ামী লীগ নেত্রীর ছেলেকে পিটিয়ে জখম

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ গাজীপুরে ডিশ ব্যবসায় প্রভাব বিস্তারকে কেন্দ্র কওে সোমবার বিকেলে প্রতিপক্ষের হামলায় গাজীপুর মহানগর মহিলা আওয়ামী লীগ সভানেত্রীর ছেলেসহ ছয় জন আহত হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গাজীপুর সিটি কর্পোরেশনের ইসলামপুর এলাকায় ডিশ লাইনের ব্যবসাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে স্থানীয় আয়নালের সঙ্গে সাখাওয়াৎ হোসেন রনির দ্বন্দ্ব চলে আসছিল। সাখাওয়াৎ হোসেন রনি গাজীপুর মহানগর মহিলা আওয়ামী লীগের সভানেত্রী সেলিনা ইউনুসের ছেলে। সোমবার রনি তার লোকজন নিয়ে ইসলামপুর এলাকায় ইন্টারনেটের ব্রডব্যান্ড লাইনের ক্যাবল টানাচ্ছিল। খবর পেয়ে প্রতিপক্ষের আয়নাল তার লোকজন নিয়ে ইসলামপুর হাজী মার্কেটের মসজিদের সামনে এসে ক্যাবল টানাতে বাধা দেয়। এতে দু’পক্ষের মাঝে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে আয়নালের পক্ষের লোকজন লোহার রড ও লাঠিসোটা নিয়ে রনি ও তার লোকজনের ওপর হামলা চালায়। এতে রনি, মহসিন (২৯), আলম (৩২), ফরহাদ (৩০), মোর্শেদ (২৯), আলম (২৮) আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে হামলাকারীরা পালিয়ে যায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে নিয়ে যায়। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এ বিষয়ে বাসন থানার ওসি মোক্তার হোসেন জানান, ডিশ ব্যবসাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় কয়েকজন আহত হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
×