ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

৭০ দল ঐক্য করলেও আওয়ামী লীগের বিজয় কেউ ঠেকাতে পারবে না ॥ কাদের

প্রকাশিত: ০৫:৪৯, ১৬ অক্টোবর ২০১৮

৭০ দল ঐক্য করলেও আওয়ামী লীগের বিজয় কেউ ঠেকাতে পারবে না ॥ কাদের

বিশেষ প্রতিনিধি ॥ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আগামী জাতীয় নির্বাচনে মনোনয়ন প্রত্যাশীদের অসুস্থ রাজনীতির কারণে নেতাকর্মীদের মধ্যে যেন শত্রুতা সৃষ্টি না হয় সে বিষয়ে সবাইকে সতর্ক করে দিয়ে বলেছেন, আওয়ামী লীগের ঐক্য থাকলে ৭০ দল ঐক্য করলেও আওয়ামী লীগের বিজয় কেউ ঠেকাতে পারবে না। আওয়ামী লীগে ঐক্য থাকলে কেউ নির্বাচনে আমাদের পরাজিত করতে পারবে না। সোমবার বিকেলে রাজধানীর যাত্রাবাড়ী চৌরাস্তা মোড়ে নির্বাচনী প্রচারপত্র বিতরণ ও নৌকা মার্কায় ভোট চেয়ে গণসংযোগকালে আয়োজিত এক অনুষ্ঠানে নেতাকর্মীদের উদ্দেশ্য করে ওবায়দুল কাদের আরও বলেন, স্লোগান-পাল্টা স্লোগান দিয়ে নমিনেশন (মনোনয়ন) পাওয়া যাবে না। রং-বেরঙের পোস্টার নমিনেশন দেবে না। যারা জনগণের সঙ্গে ভাল আচরণ করেন না, চাঁদাবাজি করে, অপকর্ম করে- তাদের মনোনয়ন দেয়া হবে না। তাই সময় থাকতে ভাল হয়ে যান, কেউ অপকর্ম কিংবা চাঁদাবাজি করবেন না। আওয়ামী লীগে দখলদার ও চাঁদাবাজদের কোন জায়গা নেই। দলের নেতাকর্মীদের উদ্দেশ্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, আপনাদের কাছে আমার দাবি একটাই, প্রার্থী ৪/৫ যে-ই হোক, নমিনেশন পাবে একজন। বাকি ৪ জন যদি ভেতরে ভেতরে বিরোধীতা করেন তাহলে আমাদের জন্য ভাল হবে না। প্রার্থী হওয়ার অধিকার সবারই আছে। অসুস্থ প্রতিযোগিতা কর্মীদের মধ্যে শত্রুতার সৃষ্টি করে। এই শত্রুতা সৃষ্টি করবেন না। আগামী নির্বাচন খুব চ্যালেঞ্জিং হবে। এই নির্বাচনে দেশি-বিদেশি অনেক ষড়যন্ত্র আছে। আওয়ামী লীগে ঐক্য থাকলে কেউ নির্বাচনে পরাজিত করতে পারবে না বলে দাবি করে ওবায়দুল কাদের বলেন, হাঁটুভাঙ্গা দল বিএনপির সঙ্গে জোট করেছে কোমর ভাঙ্গা দলের বুড়ো নেতাদের সঙ্গে। এই ঐক্য দেশের মানুষ বিশ্বাস করে না। তারা ডাক দিলে জনগণ আসবে না। আওয়ামী লীগে ঐক্য থাকলে ৭০ দল ঐক্য করলেও আওয়ামী লীগের বিজয় কেউ ঠেকাতে পারবে না। বিএনপির আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, দশ বছরে বিএনপির আন্দোলন দেশের মানুষ দেখেনি। আন্দোলন আর কবে হবে? মরা গাঙ্গে জোয়ার আসে না। সামনে নির্বাচন, বিএনপি সাত দফা দাবি দিয়েছে। তাদের সাত দফা দাবি মামা বাড়ির আবদার। সাত দফা দাবি হলো নির্বাচন বানচালের ষড়যন্ত্রের দাবি। রিজভীর বিচার দাবি ড. হাছানের ॥ ‘২১ আগস্ট গ্রেনেড হামলায় আওয়ামী লীগ জড়িত’ বিএনপি নেতা রুহুল কবির রিজভীর এমন বক্তব্যের কড়া সমালোচনা করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ। সোমবার ধানম-িতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের পক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি রিজভীর এই বক্তব্যকে আদালত অবমাননার শামিল হিসেবে আখ্যায়িত করে তার বিচারের দাবি জানান। ড. হাছান আদালতের দৃষ্টি আকর্ষণ করে বলেন, আদালতের রায় নিয়ে কটাক্ষ করা, আদালতে রায়ের পর এই বক্তব্য যেহেতু আইনের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন, তাই আদালত স্বপ্রণোদিত হয়ে রিজভী আহমেদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে বলে আমরা আশাবাদী। বিএনপির রাজনীতি মিথ্যাচারের ওপর প্রতিষ্ঠিত দাবি করে তিনি বলেন, বিডিআর বিদ্রোহ নিয়ে রিজভী আহমেদ মিথ্যাচার করছেন। ২৫ ফেব্রুয়ারি যে বিডিআর বিদ্রোহ হয়েছিল, তার সমস্ত ঘটনা প্রবাহ বলে এর সঙ্গে বেগম খালেদা জিয়া জড়িত ছিল। কেবল ২১ আগস্টের জন্য নয়, বিডিআর বিদ্রোহের জন্যও খালেদা জিয়ার বিচার হওয়া প্রয়োজন বলে মন্তব্য করে তিনি তারেক রহমানসহ সব আসামির সর্বোচ্চ শাস্তি এবং একই সঙ্গে খালেদা জিয়ারও বিচার দাবি করেন। সংবাদ সম্মেলনে বিএনপিকে সঙ্গে নিয়ে গঠিত ড. কামাল হোসেনের ঐক্যফ্রন্টের সমালোচনা করে সাবেক মন্ত্রী ড. হাছান বলেন, ২১ আগস্ট গ্রেনেড হামলার পর ড. কামাল হোসেন একটি গণতদন্ত কমিশন গঠন করেন। এই তদন্ত কমিশনের পক্ষ থেকে ২১ আগস্ট গ্রেনেড হামলার জন্য বিএনপিকে দায়ী হিসেবে আখ্যা দেয়া হয়েছিল। বর্তমান অবস্থায় এসে ড. কামাল হোসেন বিএনপির সঙ্গে ঐক্য করছেন, যা তাঁর জন্য রাজনৈতিক চরম অধঃপতন ছাড়া অন্য কিছু নয়। ড. কামাল হোসেন এখনও বলেন তিনি বঙ্গবন্ধুর একনিষ্ঠ সৈনিক ছিলেন। যারা বঙ্গবন্ধুকে স্বীকার করে না, যারা বঙ্গবন্ধুকে ইতিহাসের পাতা থেকে মুছে ফেলতে চেয়েছিল, ক্ষমতায় থাকাকালে রাষ্ট্রীয় সকল প্রচার যন্ত্র থেকে নির্বাসিত করেছিল, ড. কামাল হোসেন এখন তাদের সঙ্গেই ঐক্য করছেন। এসব বিষয়ে ড. কামাল হোসেনের কাছে ব্যাখ্যাও দাবি করেন তিনি। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবদুস সবুর, কৃষি বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, উপপ্রচার সম্পাদক আমিনুল ইসলাম, উপদপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া প্রমুখ।
×