ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

আজকের কার্তিক মঙ্গাবিজয়ী গর্বিত, অভাব কাটিয়ে এগিয়ে চলেছে

প্রকাশিত: ০৫:৪৭, ১৬ অক্টোবর ২০১৮

আজকের কার্তিক মঙ্গাবিজয়ী গর্বিত, অভাব কাটিয়ে এগিয়ে চলেছে

সমুদ্র হক ॥ কার্তিক মাস পড়ল। সেদিনের সে-ই মঙ্গার কার্তিক এখন অতীত। কার্তিকের দৃশ্যপট পাল্টেছে। আজকের কার্তিক গর্বিত ও বিজয়ী। গত দশ বছরে অভাবকে দূর করে এগিয়ে চলেছে সম্মুখের পানে। আর ফিরে তাকাতে হয় না। একদা বিদেশীরা বাংলাদেশে এসে দারিদ্র্যের ছবি তোলার জন্য ছিল মরিয়া, তারা এখন লজ্জিত। বিশ^ব্যাংক, আইএমএফের প্রতিনিধিরা এসে সাফল্য দেখে বিস্মিত হয়ে যান। বিশ^ব্যাংক যে আর বাংলাদেশের প্রভু হতে পারবে না এতদিনে তাও বুঝতে পেরেছে দেশের অর্থায়নে পদ্মা সেতুর নির্মাণযজ্ঞ দেখে। জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) এখন বাংলাদেশের উন্নয়নে শরিক হতে ঋণের হাত বাড়িয়েছে। যা দেখে বিশ^ব্যাংক ঋণ দেয়ার প্রস্তাব করছে। বাংলাদেশ এখন ঋণ নিয়ে সময়মতো শোধ করে সুনাম কুড়িয়েছে। বাংলাদেশের এই অর্জন বিশ^কে স্তম্ভিত করে দিয়েছে। সেদিনের কার্তিকে কুড়িগ্রামের বাসন্তির জাল জড়িয়ে থাকার যে ছবি দেশের সম্মানকে লুণ্ঠিত করেছিল সেই জালই নদী পাড়ের জেলেদের এগিয়ে নিয়েছে। মাছের চাহিদা মিটিয়ে এখন রফতানি শুরু হয়েছে। একদা কার্তিক মাস পড়লেই উত্তরাঞ্চলের বৃহত্তর রংপুরের মানুষের খাদ্যাভাব দুর্দশার চিত্র প্রকাশিত হতো। আজ সেই বৃহত্তর রংপুরসহ দেশের প্রতিটি এলাকায় কার্তিক মাসেও আগাম জাতের ধান ওঠে। সংগ্রহের ধান থাকে। এক মাস পরই অগ্রহায়ণে নতুন আমন ধানে আসে নবান্ন। উত্তরাঞ্চলের সকল জেলার আগাম জাতের সবজি এবং উদ্বৃত্ত সবজি দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রফতানি হয়। একদা যে কার্তিকে উত্তরের দিন মজুর কামলা কিষান কাজের সন্ধানে ঢাকাসহ বড় শহরের দিকে যেত তারা এখন নিজের এলাকায় কোন না কোন কাজ করে জীবিকা নির্বাহ করছে। সবচেয়ে অবাক করে দিয়েছে গ্রামীণ নারী। পুরুষের পাশাপাশি তারা ফসলের মাঠে সকল কাজই করছে। আবার ঘর গৃহস্থালিও সামলাচ্ছে। নোবেল বিজয়ী ভারতীয় বাঙালী অমর্ত্য সেন বাংলাদেশের গ্রামীণ নারীর উন্নয়ন দেখে বলেছেন, ভারতের গ্রামের নারী এতটা এগিয়ে যেতে পারেনি। এখন বাংলাদেশের গ্রামে গেলে শহর জীবনের সুবিধা পাওয়া যায়। আজ আর কার্তিকের সেই গল্প খুঁজে পাওয়া যায় না-যেখানে কিষান বধূ অপেক্ষায় থাকে স্বামী কাজ শেষে কবে ফিরবে! কবে চুলায় উঠবে। ছোট্ট শিশু একটি ‘লাল পিরানের’ (মেয়েদের ফ্রক) জন্য চোখের জলে বায়না ধরে। এইসব চিত্র আজ অতীত। বর্তমানের চিত্র এমনই যে নবান্নের মাসে গৃহস্থরা ধান কাটার কামলা খুঁজে পায় না। কামলাদের অনেকে আজ ছোট কৃষক হয়েছে। কৃষিতে যন্ত্রের ব্যবহার কৃষকের অর্থনীতিতে সমৃদ্ধ করেছে। পাওয়ার টিলার, ধান মাড়াই কাটাইয়ের যন্ত্র যাদের নেই তারা ভাড়ায় নিয়ে কৃষি কাজ করছে। কার্তিক মাসে গ্রামে কেউ আর বসে থাকে না। শিশুরা লাল পিরান চাওয়ার আগেই অনেক পিরান পেয়ে যায়। কার্তিক মাস পড়ার সঙ্গেই বাড়ির উঠানে ধান মাড়াই কাটাইয়ের প্রস্তুতি শুরু হয়। সামনের দিনগুলোয় গৃহস্থালি কি কাজ করা হবে তার ফিরিস্তি তৈরি হয়। গাঁয়ের বধূর একটি অংশ হাস-মুরগি গরু-ছাগল পালনের ছোট্ট খামার গড়ে তুলেছে। অনেক নারী গার্মেন্টে কাজ করছে। গ্রামের অনেক পুরুষ বিদেশ বিভূঁইয়ে গিয়ে কাজ করে টাকা পাঠাচ্ছে। তাদের রেমিট্যান্সে বাড়ছে রিজার্ভ। একদার গ্রামের বেড়ায় ঘেরা খড়ের চালার সেই কুঁড়েঘর আজ আর নেই। পাকা বাড়ি, টিন সেডের আধাপাকা বাড়ি না হয় টিনের বাড়ি এখন গ্রামের গৃহায়ন। বলদের চাষের গোয়ালঘর নেই। গরু ছাগল পালন হয় ক্যাটেল ফার্মিং করে। মিনি ডেইরি পোল্ট্রি গড়ে উঠেছে গ্রামে। কার্তিক এখন অগ্রগতির যাত্রার এগিয়ে যাচ্ছে। বাংলাদেশে বর্তমানে দারিদ্র্যের হার নেমে এসেছে ২২ শতাংশে। ২ হাজার ৫ সালে এই হার ছিল ৪৩ দশমিক ৩ শতাংশ। আশা করা হচ্ছে রূপকল্প-২০২১ এ হার ১৮ শতাংশের নিচে নেমে আসবে। গত দশ বছরে দেশে খাদ্যশস্যের উৎপাদন তিনগুন বেড়ে গেছে। দেশে ভর বছর কোন না ধানের আবাদ হচ্ছে। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) নানা জাত উদ্ভাবন করেছে। উৎপাদিত হচ্ছে সম্পূরক ফসল। বগুড়ার সদরের চিঙ্গাসপুর গ্রাম ও শাজাহানপুর উপজেলার মারিয়া গ্রামের অনেক নারী এখন উন্নত জাতের বীজের ব্যবসা করছে। নানা দিক থেকে নারী হচ্ছে স্বাবলম্বী। কৃষি, মৎস্য, বনায়ন, হাঁস-মুরগি গবাদিপশু পালনসহ বহুবিধ কাজ করছে নারী। সকল কাজে নারীর অংশগ্রহণে তরান্বিত হচ্ছে জাতীয় উন্নয়ন। বেড়েছে নারীর ক্ষমতায়ন। গ্রামের শিক্ষিত নারীদের তথ্য যোগাযোগ প্রযুক্তিতে সম্পৃক্ত করা হচ্ছে। এই কাজ করে তারা ক্ষুদ্র উদ্যোক্তা হিসাবেও নিজেদের গড়ে নিতে পারছে। দারিদ্র্য বিমোচেনে সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচী চালু হয়েছে। যে কার্তিক মাসকে ঘিরে বিশ্বের দেশগুলো একসময় বাংলাদেশকে নিয়ে বিরূপ মন্তব্য করেছে, বাংলাদেশকে গরিব দেশ হিসেবে দেখতে চেয়েছে, সহযোগিতা চাইতে গেলে কঠিন শর্ত জুড়ে দিয়ে পরোক্ষভাবে অপমান করেছে, তারই এখন পারে তো শর্ত ছাড়াই সহযোগিতা দিতে অতি আগ্রহী হয়ে উঠেছে। বিশ^ এখন দেখছে, কার্তিককে পিছনে ফেলে কিভাবে আজকের কার্তিক বিজয়ী হয়েছে ।
×