ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

জীবনের নিরাপত্তা চেয়ে আইজিপির কাছে ব্যবসায়ীর আবেদন

প্রকাশিত: ০৮:০৭, ১৫ অক্টোবর ২০১৮

জীবনের নিরাপত্তা চেয়ে আইজিপির কাছে ব্যবসায়ীর আবেদন

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ সোনারগাঁওয়ে ব্যবসায়ীকে ধরে এনে থানায় আটকে রেখে শারীরিক নির্যাতন ও ক্রস ফায়ারের ভয় দেখিয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে সোনারগাঁ থানার ওসি মোরশেদ আলম ও এসআই সাধন বসাকের বিরুদ্ধে মামলা করে পরিবার-পরিজন নিয়ে পালিয়ে বেড়াচ্ছেন মামলার বাদী ব্যবসায়ী জাহিদুল ইসলাম স্বপন। তার অভিযোগ মামলা দায়েরের পর থেকেই ওসি ও এসআই তার বাড়িতে অপরিচিত লোক পাঠিয়ে মামলা তুলে নেয়া জন্য বিভিন্নভাবে হুমকি দিচ্ছে। এ জন্য তিনি নিজের জীবনের নিরাপত্তা চেয়ে আইজিপি বরাবর রবিবার লিখিতভাবে আবেদন করেছেন। সোনারগাঁ উপজেলার দত্তপাড়া এলাকায় প্রায় ১০ কোটি টাকা মূল্যেও দেড় একর জমি নিয়ে এক শিল্পপ্রতিষ্ঠানের মালিকের সঙ্গে ব্যবসায়ী জাহিদুল ইসলাম স্বপনের বিরোধের জের ধরে তাকে থানায় ধরে নিয়ে এসে নির্যাতন চালায় বলে বাদী উল্লেখ করেছেন। এদিকে রবিবার উপজেলার উদ্ববগঞ্জ এলাকায় অবস্থিত মুক্তিযোদ্ধা কমান্ড কার্যালয়ে সোনারগাঁ উপজেলা শাখার কমিউনিটি পুলিশিং সভায় নেতৃবৃন্দ এক সংবাদ সম্মেলন করে ওসি ও এসআইয়ের বিরুদ্ধে দায়ের করা মামলাটি মিথ্যা বলে অভিহিত করে মামলাটি প্রত্যাহারের দাবি জানান। সম্মেলনে বলা হয়, গত ২ অক্টোবর মোস্তফা কামাল তার ক্রয়কৃত জায়গায় যাতে করে কেউ দখলে নিতে না পারে সেজন্য নারায়ণগঞ্জ আদালতে একটি কোর্ট পিটিশন মামলা দায়ের করেন। আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে উপজেলা যুবলীগের সহ-সভাপতি মাছুম চৌধুরী ও তার সহযোগী জাহিদুল ইসলাম স্বপন গত ৮ অক্টোবর রাতের আঁধারে দলবল নিয়ে জায়গাটি অবৈধভাবে দখল করতে গেলে পুলিশ ঘটনাস্থল গিয়ে জাহিদুল ইসলাম স্বপন, আনিছুর রহমান ও আলমগীরকে আটক করে।
×