ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কুয়ালালামপুর এয়ারপোর্ট থেকে ৬৩ বাংলাদেশীকে ফেরত

প্রকাশিত: ০৫:২১, ১৫ অক্টোবর ২০১৮

 কুয়ালালামপুর  এয়ারপোর্ট থেকে  ৬৩ বাংলাদেশীকে  ফেরত

জনকণ্ঠ ডেস্ক ॥ মালয়েশিয়ার কুয়ালালামপুর এয়ারপোর্টের ইমিগ্রেশন বিভাগ ৬৩ জন বাংলাদেশীকে শনিবার দেশে ফেরত পাঠিয়েছে। কিন্তু দেশে ফেরত পাঠানোর কারণ সম্পর্কে জানেন না ফিরে আসা কেউই। ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন সূত্রে জানা যায়, শনিবার রাতে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তারা এসে পৌঁছান। যে কোম্পানিতে কাজের জন্য তারা গিয়েছিলেন সেই কোম্পানি থেকে তাদের রিসিভ করতে কেউ আসেনি। দুদিন কুয়ালালামপুর এয়ারপোর্টে অবস্থান করার পর তাদের ভিসার মেয়াদ শেষ হয়ে যায়। এরপর তাদের দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়ার ইমিগ্রেশন পুলিশ। খবর ওয়েবসাইটের। মালয়েশিয়া থেকে ফেরত আসা কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, তারা সবাই মালয়েশিয়ার গ্লাভস প্রস্তুতকারী কোম্পানি সুপারম্যাক্সে নিয়োগ পান। কাজের আনুষঙ্গিকতা শেষ হয় ৩০ আগস্ট, এরপর ১০ অক্টোবর তারা পাসপোর্ট হাতে পান। তাদের ফ্লাইট নির্ধারিত হয় ১১ অক্টোবর। ওই দিন তারা সবাই মালয়েশিয়ায় পৌঁছান। কিন্তু মালয়েশিয়ার এয়ারপোর্টে তাদের রিসিভ করতে কেউ আসেনি। দুদিন পর্যন্ত তাদের কেউ রিসিভ করতে না আসায় এবং ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় তাদের দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করে কুলালামপুর এয়ারপোর্টের ইমিগ্রেশন পুলিশ। এরপর তারা শনিবার (১৩ অক্টোবর) রাতে দেশে পৌঁছান। দেশে ফিরে আসা চাঁদপুরের রিংকু সরকার বলেন, ‘আমরা ৬৩ জন মালয়েশিয়ার সুপারম্যাক্স কোম্পানিতে কাজের জন্য গিয়েছিলাম। কিন্তু আমাদের এয়ারপোর্টে কেউ নিতে আসেনি। দুদিন এয়ারপোর্টে থাকার পর পুলিশ দেশে ফেরত পাঠায়। দেশে এজেন্সিকে জানিয়েছি। তারা বলেছে, ৭ থেকে ১০ দিনের মধ্যে আবার যেতে পারব।’ মালয়েশিয়ায় প্রবেশে নিষেধাজ্ঞার এ নোটিস ফেরত আসা প্রত্যেক শ্রমিককে দেয়া হয়
×