ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

জামাল খাশোগি ইস্যু

নিষেধাজ্ঞা আরোপ করা হলে পাল্টা ব্যবস্থা নেবে সৌদি আরব

প্রকাশিত: ০৫:২০, ১৫ অক্টোবর ২০১৮

 নিষেধাজ্ঞা আরোপ করা হলে পাল্টা ব্যবস্থা নেবে সৌদি আরব

জনকণ্ঠ ডেস্ক ॥ সৌদি আরব বলেছে, সাংবাদিক জামাল খাশোগি নিখোঁজ হওয়ার ঘটনা নিয়ে তাদের বিরুদ্ধে কোন নিষেধাজ্ঞা আরোপ করা হলে রিয়াদ পাল্টা ব্যবস্থা নেবে। এদিকে রিয়াদের শেয়ারবাজারে কয়েক বছরের মধ্যে সবচেয়ে বড় দরপতনের ঘটনা ঘটেছে। সৌদি সাংবাদিক নিখোঁজ হওয়ার ঘটনায় বেশ কয়েকটি পশ্চিমা কোম্পানি সৌদি আরবের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার হুমকি দিয়েছে। এ ধরনের পদক্ষেপ গ্রহণ করা হলে তা দেশটিতে যুবরাজ মোহাম্মদ বিন সালমানের অর্থনৈতিক সংস্কার উদ্যোগকে চরমভাবে ব্যাহত করবে। ২ অক্টোবর ইস্তানবুলের সৌদি কনস্যুলেটে প্রবেশের পর থেকে জামাল খাশোগি নিখোঁজ রয়েছেন। খাশোগি সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সমালোচক ছিলেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার মিত্র সৌদি আরবের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, খাশোগিকে হত্যা করা হলে রিয়াদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে। খবর গার্ডিয়ান/এএফপির। রবিবার সৌদি আরব তাদের বিরুদ্ধে যে কোন ব্যবস্থা গ্রহণ করা হলে তার পাল্টা ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি উচ্চারণ করে। সৌদি সরকারের বিবৃতিতে বলা হয়, কোন অর্থনৈতিক ব্যবস্থা রাজনৈতিক চাপ বা মিথ্যা অভিযোগ আরোপ করার ঘটনা রিয়াদ পুরোপুরি নাকচ করছে। সৌদি সরকার আরও বলেছে, তাদের বিরুদ্ধে কোন পদক্ষেপ নেয়া হলে রিয়াদ আরও কঠোর পাল্টা ব্যবস্থা নেবে। বিবৃতিতে স্মরণ করিয়ে দেয়া হয় যে, তেলসমৃদ্ধ দেশটি বিশ্ব অর্থনীতিতে কার্যকর ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
×