ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

রেকর্ড চতুর্থ সাংহাই মাস্টার্স শিরোপা জোকোভিচের

প্রকাশিত: ০৪:৩৩, ১৫ অক্টোবর ২০১৮

রেকর্ড চতুর্থ সাংহাই মাস্টার্স শিরোপা জোকোভিচের

স্পোর্টস রিপোর্টার ॥ ইনজুরি থেকে ফেরার পর থেকেই ফর্মের তুঙ্গে নোভাক জোকোভিচ। দ্রুতই নিজের এক নম্বর র‌্যাঙ্কিং অবস্থানটা দখলের পথে এগিয়ে আসেন তিনি। এবার সাংহাই মাস্টার্সে শিরোপা জিতে বর্তমানে এক নম্বরে থাকা স্পেনের রাফায়েল নাদালের সিংহাসন দখলের খুব কাছাকাছি চলে এসেছেন তিনি। ফাইনালে রবিবার ১৯তম র‌্যাঙ্কিংধারী ক্রোয়েশিয়ার বোরনা কোরিচকে ৬-৩, ৬-৪ সেটে হারিয়ে চ্যাম্পিয়ন হন। এটি সাংহাইয়ে রেকর্ড চতুর্থ শিরোপা সার্বিয়ান সাবেক বিশ্বসেরা জোকোভিচের। ১৪ বারের গ্র্যান্ডস্লাম চ্যাম্পিয়ন জোকোভিচের খুব ভাল বন্ধু এবং অনুশীলন সঙ্গী কোরিচ। কিন্তু তারাই এবার সাংহাইয়ের শিরোপা দখলের লড়াইয়ে কোর্টে নেমেছিলেন পরস্পরের প্রতিপক্ষ হিসেবে। সেই প্রতিযোগিতায় কোরিচকে কোন সুযোগ দেননি জোকোভিচ। জিতেছেন সরাসরি সেটে। চীনে বরাবরই শতভাগ সাফল্য পেয়েছেন জোকোভিচ। দেশটির যতগুলো টুর্নামেন্টে তিনি খেলেছেন সেগুলোর মধ্যে ১১ ফাইনালের সবগুলোই জিতেছেন। ৬ বার জিতেছেন বেজিং ওপেন এবং ২০০৮ সালে সাংহাইয়ে এটিপি মাস্টার্স কাপ। এবার সাংহাই মাস্টার্সে চতুর্থবারের মতো চ্যাম্পিয়ন হলেন। এই আসরে আর কোন টেনিস তারকা ৩ বারের বেশি শিরোপা জিততে পারেননি। ব্রিটিশ তারকা এ্যান্ডি মারে জিতেছেন তিনবার। জোকোভিচ এর আগে ২০১২, ২০১৩, ২০১৫ সালে এখানে অংশ নিয়ে প্রতিবারই শিরোপা নিয়ে গেছেন। এবার চ্যাম্পিয়ন হওয়ার ফলে পুনরায় বিশ্বের এক নম্বর খেলোয়াড় হয়ে ওঠার খুব নিকটে তিনি। ইতোমধ্যেই ৩১ বছর বয়সী এ সার্বিয়ানের দুই নম্বরে ওঠা নিশ্চিত হয়েছে। সুইজারল্যান্ডের রজার ফেদেরারকে টপকে তিন থেকে একধাপ ওপরে উঠবেন আজ নতুন করে র‌্যাঙ্কিং ঘোষণা করার সঙ্গে সঙ্গে। বর্তমান এক নম্বর নাদাল হাঁটুর পুনরায় ইনজুরির কারণে বেজিং ও সাংহাইয়ে খেলেননি। এই মুহূর্তে মাত্র ২১৫ পয়েন্ট এগিয়ে আছেন তিনি জোকোভিচের চেয়ে। এ বছর ফর্মের তুঙ্গে থাকা জোকোভিচ ইতোমধ্যেই টানা ১৮ ম্যাচ জিতেছেন। সম্প্রতিই তিনি উইম্বলডন, সিনসিনাটি মাস্টার্স, ইউএস ওপেন এবং এরপর সাংহাইয়ে টানা শিরোপা জিতেছেন। অথচ ৫ মাস আগেও কনুইয়ের ইনজুরির কারণে কোর্টের বাইরে থাকায় তিনি ২২ নম্বরে নেমে গিয়েছিলেন। এখন তিনি দুই নম্বরে।
×