ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

জনি বেয়ারস্টোর ১ হাজার

প্রকাশিত: ০৪:৩৩, ১৫ অক্টোবর ২০১৮

 জনি বেয়ারস্টোর ১ হাজার

স্পোর্টস রিপোর্টার ॥ ইংল্যান্ডের ষষ্ঠ খেলোয়াড় হিসেবে ওয়ানডে ক্রিকেটে এক বছরে ১ হাজার রান পূর্ণ করেছেন জনি বেয়ারস্টো। শ্রীলঙ্কার বিপক্ষে পাঁচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে ৪০ বলে ২৬ রান করেন তিনি। এই ইনিংস খেলার পথে চলতি বছর (২০১৮) ওয়ানডেতে ১ হাজার রান পূর্ণ করেন বেয়ারস্টো। পঞ্চাশ ওভারের ক্রিকেটে চলতি বছর ১ হাজার রান পূর্ণ করা প্রথম ব্যাটসম্যানও বেয়ারস্টো। ২১ ম্যাচে ৪টি সেঞ্চুরি ও ২টি হাফ-সেঞ্চুরিতে ৪৮ দশমিক ৬১ গড়ে ১০২১ রান রয়েছে বেয়ারস্টোর। ওয়ানডে ক্রিকেটে এক বছরে ইংল্যান্ডের পক্ষে ১ হাজার রান পূর্ণ করা অন্য পাঁচ ব্যাটসম্যান হলেনÑ চার সাবেক তারকা ডেভিড গাওয়ার, ক্রিস ব্রড, ইয়ান বেল, পল কলিংউড ও জনাথন ট্রট। ১৯৮৩ সালে ব্যাট হাতে ১,০৮৬ রান করেছিলেন গাওয়ার। এরপর ১৯৮৭ সালে ১,০৪৭ রান করেন ব্রড। ২০০৭ সালে বেল ১,০৮০ ও কলিংউড ১,০৬৪ রান করেন। ইংল্যান্ডের হয়ে সর্বশেষ ২০১১ সালে ১,৩১৫ রান করেন ট্রট।
×