ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

এশিয়ায় সেরা বিরাট কোহলিই

প্রকাশিত: ০৪:৩৩, ১৫ অক্টোবর ২০১৮

 এশিয়ায় সেরা বিরাট  কোহলিই

স্পোর্টস রিপোর্টার ॥ এশিয়ায় টেস্ট খেলুড়ে দলগুলোর মধ্যে ‘অধিনায়ক’ হিসেবে সবচেয়ে বেশি রানের মালিক এখন বিরাট কোহলি। হায়দরাবাদে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে ৪৫ রানের একটি ইনিংস খেলেন ফর্মের তুঙ্গে থাকা ভারত অধিনায়ক। আর এই ইনিংসের মধ্য দিয়ে ‘অধিনায়ক’ হিসেবে এশিয়ার সর্বোচ্চ রান সংগ্রাহকের রেকর্ড গড়েন। কোন এশিয়ান অধিনায়ক হিসেবে কোহলি রান করেছেন ৪২৩৩। এতে তিনি টপকে গেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক মিসবাহ-উল হককে। সাদা পোশাকে অধিনায়ক হিসেবে ৫৬ ম্যাচে ৪২১৪ রান করে মিসবাহ এতদিন ছিলেন এশিয়ার সর্বোচ্চ রান সংগ্রাহক। আর ৪১ টেস্ট খেলে কোহলি তাকে টপকে যান। সর্বোপরি বিশ্ব ক্রিকেটে এই তালিকায় শীর্ষে আছেন অবশ্য গ্রায়েম স্মিথ। দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক ১০৯ ম্যাচে করেন ৮৬৫৯ রান।
×