ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

অধিনায়ক হিসেবে মেসি উপযুক্ত নয় ॥ ম্যারাডোনা

প্রকাশিত: ০৪:৩২, ১৫ অক্টোবর ২০১৮

  অধিনায়ক হিসেবে মেসি উপযুক্ত নয় ॥ ম্যারাডোনা

স্পোর্টস রিপোর্টার ॥ বর্তমানে মেক্সিকোয় দ্বিতীয় বিভাগের দল ডোরাডোসে কোচ হিসেবে কাজ করছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার দিয়েগো ম্যারাডোনা। সেখানে সময়টা বেশ ভালই কাটছে তার। সম্প্রতিই মেক্সিকোর এক টেলিভিশনে সাক্ষাতকার দিতে গিয়ে বর্তমান আর্জেন্টিনা দল নিয়ে বেশকিছু কথা বলেছেন তিনি। এক পর্যায়ে সুপারস্টার লিওনেল মেসিকে জাতীয় দলের অধিনায়ক হিসেবে অনুপযুক্ত বলেছেন ম্যারাডোনা। তিনি দাবি করেন বার্সিলোনার মেসি যেমন, আর্জেন্টিনার মেসি ঠিক উল্টো রকমের। আর সে জন্য এখন আর্জেন্টিনার কোচ থাকলে মেসিকে দলেই নিতেন না বলে দাবি করলেন ম্যারাডোনা। ১৯৮৬ সালের বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল মেক্সিকোয়। ফুটবল ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য পেয়েছিলেন এখানে ম্যারাডোনা। জিতেছিলেন বিশ্বকাপ। এবার সেখানে কোচ হিসেবে এসে পুনর্জন্ম হয়েছে তার। নিজেই এমন দাবি করেছিলেন। এবার তিনি মেক্সিকোয় এক সাক্ষাতকারে মেসির কড়া সমালোচনা করলেন। তিনি বলেন, ‘এমন কাউকে নেতা বানানো উচিত নয় যে কোন খেলার আগে অন্তত ২০ বার বাথরুমে যাতায়াত করে। কোচ কিংবা খেলোয়াড়দের সঙ্গে আলোচনার আগেই তার মাঠে উপস্থিত থাকা প্রয়োজন। এরপর মাঠেই তার নিজেকে নেতা প্রমাণ করা উচিত। ক্রিস্টিয়ানো রোনাল্ডোর পাশাপাশি সে বিশ্বের সেরা। কিন্তু ভাল নেতা নয়। আসুন তার কাছ থেকে ভাল কিছু পাওয়ার চিন্তা থামিয়ে দেই। মেসি বার্সিলোনার জন্য মেসি, কিন্তু আর্জেন্টিনার জার্সিতে অন্য মেসিকে দেখি আমরা।’ বার্সিলোনার হয়ে অসংখ্য সাফল্য পেয়েছেন মেসি। সেটার ধারাবাহিকতা অব্যাহত আছে। ৫ বার বিশ্বসেরা ফুটবলার হয়ে জিতেছেন ফিফা ব্যালন ডি’অর। কিন্তু জাতীয় দলকে কোন আন্তর্জাতিক শিরোপা জেতাতে পারেননি এ সুপারস্টার। এ কারণে অনেকেই মেসির অন্যতম সেরা হওয়ার বিষয়টি নিয়ে অনেকে দ্বিমত পোষণ করেন। ম্যারাডোনা তার বিষয়ে বিভিন্ন সময়ে পরস্পরবিরোধী মন্তব্য করেছেন। কখনও প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন, কখনও করেছেন ভর্ৎসনা। এবার তিনি আরও বললেন, ‘যদি আমরা যেমন মেসিকে দেখতে চাই তেমনটাই পেতে চাই, তাহলে তার কাছ থেকে নেতৃত্ব কেড়ে নিতে হবে।
×