ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

উয়েফা নেশন্স লীগ, প্রথম জয়ে ঘুরে দাঁড়াল হল্যান্ড, চাপে জার্মান কোচ জোয়াকিম লো, হল্যান্ড ৩-০ জার্মানি

গ্রুপপর্বেই বিদায়ের শঙ্কায় জার্মানি

প্রকাশিত: ০৪:৩২, ১৫ অক্টোবর ২০১৮

  গ্রুপপর্বেই বিদায়ের শঙ্কায় জার্মানি

স্পোর্টস রিপোর্টার ॥ দুর্দশা কাটছেই না চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানির। রাশিয়া বিশ্বকাপে গ্রুপপর্বেই বাদ পড়া দলটি নতুন শুরু হওয়া উয়েফা ন্যাশন্স লীগ ফুটবলেও গ্রুপপর্ব থেকে বিদায়ের শঙ্কায় আছে। নিজেদের প্রথম ম্যাচে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সের সঙ্গে গোলশূন্য ড্র করার পর শনিবার রাতে দ্বিতীয় ম্যাচে হল্যান্ডের কাছে বিধ্বস্ত হয়েছে ইউরোপের পাওয়ার হাউসরা। আমস্টারডামে অনুষ্ঠিত ম্যাচে স্বাগতিক হল্যান্ডের কাছে ৩-০ গোলে হেরেছে জার্মানি। এর ফলে কোচ জোয়াকিম লো’র ওপর চাপ আরও বেড়েছে। ১৬ বছরের মধ্যে জার্মানির বিপক্ষে প্রথম জয় পেয়েছে ডাচরা। এর আগে ২০০২ সালের নবেম্বরে সর্বশেষ জয় পেয়েছিল তারা। ম্যাচের ৩০ মিনিটে লিভারপুলের ডিফেন্ডার ও ডাচ অধিনায়ক ভার্জিল ফন ডিকের হেডে ঘরের মাঠ ইয়োহান ক্রুইফ এ্যারানাতে এগিয়ে যায় হল্যান্ড। জার্মান রক্ষণভাগের সামঞ্জস্যহীনতায় ম্যাচের শেষের দিকে মেমফিস ডিপে ও লিভারপুলের জিওর্জিনিও উইজনালডাম আরও দুই গোল করে অরেঞ্জদের জন্য একটি স্বর্ণালি রাত উপহার দেন। একের পর এক পরাজয়ে ১২ বছরের মেয়াদে জার্মান কোচ জোয়াকিম লো’র ভবিষ্যত আবার হুমকির মুখে পড়েছে। মঙ্গলবার প্যারিসে তৃতীয় ম্যাচে আবার বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সের মুখোমুখি হবে জার্মানি। এর আগে শনিবার মিউনিখভিত্তিক দৈনিক পত্রিকা সুয়েডেশে জেটাং লোয়ের চুক্তির রিলিজ ক্লজ প্রকাশ করে। লোয়ের সঙ্গে জার্মান জাতীয় দলের বর্তমান চুক্তি ২০২২ সালে শেষ হচ্ছে। কিন্তু পত্রিকাটির দাবি উভয়পক্ষের সমঝোতার ভিত্তিতেই এই চুক্তি বাতিল হতে যাচ্ছে। যদিও জার্মানদের পারফর্মেন্সের উন্নতির প্রতিশ্রুতি ইতোমধেই লো দিয়েছেন। দলের সিনিয়র খেলোয়াড় ম্যানুয়েল নিউয়ের, জেরোম বোয়াটেং, ম্যাটস হামেলস, থমাস মুলাররা ফর্মহীনতায় ভুগছেন। তারপরও ম্যাচের ঠিক আগে ম্যানচেস্টার সিটি তারকা লিওরে সানেকে বদলি বেঞ্চে রেখে লো সকলকে বিস্মিত করেছেন। আরবি লিপজিগ উইঙ্গার টিমো ওয়ার্নার ও মুলারের সঙ্গে কাল আক্রমণভাগে অভিষেক হয়েছে শালকে স্ট্রাইকার মার্ক উটাহর। ওয়ার্নার ও উটাহ উভয়ই ম্যাচের শুরুতে হল্যান্ডের বার্সিলোনা গোলরক্ষক জাসপার সিলেসেনকে ব্যস্ত রেখেছিলেন। রক্ষণভাগের ভুলেই মূলত ম্যাচের শেষ ভাগে দুই গোল হজম করতে হয় জার্মানদের। ম্যাচ শেষে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে হারের ব্যাখ্যাই দিয়েছেন লো। জানিয়েছেন তার ভবিষ্যত পরিকল্পনার কথা। তিনি বলেন, আমি জানি এই হারের পর একটা বিতর্ক তৈরি হয়েছে। আমাদের এখন এই বিতর্ক মোকাবেলা করেই এগিয়ে যেতে হবে। পরবর্তী দুইদিন আমি পুরোপুরি ফ্রান্সের বিপক্ষে ম্যাচের জন্য দলকে প্রস্তুত করায় মনোযোগ দেব। আমি জানি এমন ফলের পর বিতর্ক হতেই পারে। ফুটবলে এটিই স্বাভাবিক। এই ম্যাচে আমরা বেশ কিছু গোলের সুযোগ পেয়েছিলাম। কিন্তু কাজে লাগাতে পারিনি। ফ্রান্সের বিপক্ষে পরের ম্যাচে জয়ের প্রত্যয়ই ঝরেছে লো’র কণ্ঠে। বিশ্বকাপ জয়ী এই কোচ বলেন, পরের ম্যাচে আমাদের সর্বোচ্চটা দিয়ে ফ্রান্সের বিপক্ষে লড়তে হবে। হল্যান্ডের বিপক্ষে ফিরতি ম্যাচেও ছিনিয়ে আনতে হবে জয়। কোচ হিসেবে সবচেয়ে বেশি ম্যাচ জার্মানির ডাগআউটে থাকার রেকর্ডটা দুর্ভাগ্যক্রমে এই ম্যাচেই করেছেন লো। কিন্তু তার রেকর্ড গড়ার দিনটিই হল্যান্ড বেছে নিয়েছে জার্মানির বিপক্ষে সবচেয়ে বড় ব্যবধানে জয় তুলে নিতে। এর আগে কখনই জার্মানিকে ৩ গোলের ব্যবধানে হারাতে পারেনি ২০১৮ রাশিয়া বিশ্বকাপে জায়গা করে নিতে ব্যর্থ টোটাল ফুটবলের জনকরা। লো’র রেকর্ড গড়ার দিনটি কালো তারিখ হয়েই রইল জার্মান ফুটবলের জন্য। এখন খাদের কিনারা থেকে জার্মানরা ঘুরো দাঁড়াতে পারে কিনা সেটাই দেখার।
×