ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

উইন্ডিজকে হোয়াইটওয়াশ করল ভারত

প্রকাশিত: ০৪:৩১, ১৫ অক্টোবর ২০১৮

  উইন্ডিজকে হোয়াইটওয়াশ করল ভারত

স্পোর্টস রিপোর্টার ॥ ভারত সফরে বাঘা বাঘা সব দলই পাত্তা পায়নি সেখানে উইন্ডিজ তো নস্যি। হয়েছেও তাই। টানা দুই টেস্টে প্রতিপক্ষকে রীতিমতো লজ্জায় ডুবিয়ে ২-০ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে বিরাট কোহলির দল। রাজকোটে জয়টা ছিল ইনিংস ও ২৭২ রানে, এবার তিনদিনেই হায়দরাবাদ টেস্ট ১০ উইকেটে জিতে নিয়েছে স্বাগতিকরা। প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের ৩১১ রানের জবাবে ৩৬৭ রান করে ভারত। দ্বিতীয় ইনিংসে ক্যারিবীয়রা মাত্র ১২৭ রানে গুটিয়ে গেলে কোন উইকেট না হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় ৭২ রান তুলে নেন দুই ওপেনার লোকেশ রাহুল (৩৩*) ও পৃথ্বী শ’ (৩৩*)। ১০ উইকেট শিকার করে ম্যাচসেরা হয়েছেন পেসার উমেশ যাদব। আর অভিষেকেই ঝড় তোলা ১৮ বছর বয়সী পৃথ্বী শ’র মুকুটে উঠেছে সিরিজসেরার পুরস্কার। আগামী রবিবার গুয়াহাটিতে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে। রবিবার প্রথম ইনিংসে ৪ উইকেটে ৩০৮ রান নিয়ে তৃতীয়দিন শুরু করেছিল ভারত। দেড় ’শ ছুঁইছুঁই অবিচ্ছিন্ন জুটিতে ব্যক্তিগত সেঞ্চুরির আশায় ছিলেন অজিঙ্কা রাহানে ও ঋষভ পন্থ। হতাশ হতে হয়েছে দু’জনকেই। সকালে দারুণ এক স্পেল করেন হোল্ডার। তার বাড়তি বাউন্সে ৮০ রানে বিদায় নেন রাহানে। এক বল পরই দুর্দান্ত ডেলিভারিতে ফেরান রবীন্দ্র জাদেজাকে। পরে কুলদীপ যাদবের স্টাম্প উপড়ে পূর্ণ করে নিজের ৫ উইকেট। অধিনায়কের বোলিংয়ে উজ্জীবিত হন অন্যরাও। আগের টেস্টে ৯২ রান করা পন্থ এবারও ৯২ রানেই ফেরেন শ্যানন গ্যাব্রিয়েলের বলে। সকালে ২৫ রানের মধ্যে ভারত হারায় শেষ ৫ উইকেট। শেষ উইকেটে শার্দুল ঠাকুরের সঙ্গে ২৮ রান যোগ করেন রবিচন্দ্রন অশ্বিন। ৩৫ রান করেন অশ্বিন। ভারত পায় ৫৬ রানের লিড। তখনও ভাবা যায়নি ম্যাচের যবনিকা হবে এ দিনই। কিন্তু ব্যাটিংয়ে বেরিয়ে পড়ে ক্যারিবিয়ানদের জীর্ণ দশা। ক্রেইগ ব্রেথওয়েটকে ইনিংসের দ্বিতীয় বলেই ফেরান উমেশ। আরেক ওপেনার কাইরান পাওয়েলও ফেরেন শূন্য রানে, এবার বোলার ছিলেন অশ্বিন। শাই হোপ ও শিমরন হেটমায়ার একটু প্রতিরোধের চেষ্টা করেছিলেন। কুলদীপ যাদব ও রবীন্দ্র জাদেজার স্পিন সেই প্রচেষ্টা দীর্ঘায়িত হতে দেয়নি। পুরনো বলে রিভার্স সুইয়ের ঝলকে ক্যারিবিয়ান ব্যাটিংয়ে ধস নামান উমেশ। ফিফটি করতে পারেননি একজনও, গড়ে ওঠেনি ফিফটি জুটিও। শেষ ব্যাটসম্যান গ্যাব্রিয়েলকে বোল্ড করে ম্যাচে দশম শিকার পূর্ণ করেন উমেশ। ১৯৯৯ সালে জাভাগাল শ্রীনাথের পর এই প্রথম দেশের মাটিতে ১০ উইকেট পেলেন কোন ভারতীয় পেসার। ম্যাচের ফল তখন নিশ্চিত হয়ে গেছে। স্রেফ ছিল আনুষ্ঠানিকতার অপেক্ষা। ভারতের দুই ওপেনার পৃথ্বী শ’ ও লোকেশ রাহুল সেটুকু সারতে সময় নেননি খুব বেশি। কোন উইকেট না হারিয়ে ১৬ ওভার ১ বলেই খেল খতম করে দিয়েছেন। এ নিয়ে দেশের মাটিতে টানা দশটি টেস্ট সিরিজ জিতল ভারত। স্কোর ॥ ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংস ॥ ৩১১/১০ (১০১.৪ ওভার; ব্রেথওয়েট ১৪, পাওয়েল ২২, হোপ ৩৬, হেটমায়ার ১২, আমব্রিস ১৮, ডাওরিচ ৩০, হোল্ডার ৫২, চেইস ১০৬, বিশু ২, ওয়ারিক্যান ৮*, গ্যাব্রিয়েল ০; উমেশ ৬/৮৮, শার্দুল ০/৯, অশ্বিন ১/৪৯, কুলদীপ ৩/৮৫, জাদেজা ০/৬৯) ও দ্বিতীয় ইনিংস ॥ ১২৭/১০ (৪৬.১ ওভার; ব্রেথওয়েট ০, পাওয়েল ০, হোপ ২৮, হেটমায়ার ১৭, আমব্রিস ৩৮, চেইস ৬, ডাওরিচ ০, হোল্ডার ১৯, বিশু ১০*, ওয়ারিক্যান ৭, গ্যাব্রিয়েল ১; উমেশ ৪/৪৫, অশ্বিন ২/২৪, কুলদীপ ১/৪৫, জাদেজা ৩/১২)। ভারত প্রথম ইনিংস ॥ ৩৬৭/১০ (১০৬.৪ ওভার; রাহুল ৪, পৃথ্বী ৭০, পুজারা ১০, কোহলি ৪৫, রাহানে ৮০, পন্থ ৯২, জাদেজা ০, অশ্বিন ৩৫, কুলদীপ ৬, উমেশ ২, শার্দুল ৪* গ্যাব্রিয়েল ৩/১০৭, হোল্ডার ৫/৫৬, ওয়ারিক্যান ২/৮৪, চেইস ০/২২, বিশু ০/৭৮, ব্রেথওয়েট ০/৬) ও দ্বিতীয় ইনিংস ॥ ৭৫/০ (১৬.১ ওভার; পৃথ্বী ৩৩*, রাহুল ৩৩*; হোল্ডার ০/১৭, ওয়ারিক্যান ০/১৭, বিশু ০/১৯, চেইস ০/১৪)। ফল ॥ ভারত ১০ উইকেটে জয়ী। ম্যাচসেরা ॥ উমেশ যাদব (ভারত)। সিরিজ ॥ দুই টেস্টের সিরিজ ভারত ২-০ ব্যবধানে জয়ী। সিরিজসেরা ॥ পৃথ্বী শ’ (ভারত)।
×