ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

হোল্ডার যেখানে শত বছরের সেরা

প্রকাশিত: ০৪:৩০, ১৫ অক্টোবর ২০১৮

 হোল্ডার যেখানে শত বছরের সেরা

স্পোর্টস রিপোর্টার ॥ ভারত সফরে উইন্ডিজকে নিয়ে সম্ভবত ক্রিকেটপ্রেমীদের খুব বেশি আগ্রহ ছিল না। প্রথম টেস্টে শোচনীয় হারের পর সিরিজের ফলটাও হয়ে উঠেছিল অনুমিত। তবে বছরজুড়ে দারুণ বোলিংয়ে ক্রিকেটবিশ্বকেই নাড়িয়ে দিয়েছেন জেসন হোল্ডার। হায়দরাবাদ টেস্টের প্রথম ইনিংসে ৫ উইকেট নিয়েছেন ক্যারিবীয় অধিনায়ক। এ নিয়ে চলতি বছর ১১.৮৭ গড়ে ৩৩ উইকেট পূর্ণ করেন হোল্ডার। বছরে কমপক্ষে ৩০ উইকেট নিয়েয়েছেন এমন বোলারদের মধ্যে যা গত ১০০ বছরে সেরা গড়ের নতুন নজির। ২০১৮ সালে এ পর্যন্ত ৬ টেস্ট খেলেই এমন কীর্তি গড়েছেন মাঠের ক্রিকেটে ধুঁকতে থাকা উইন্ডিজ সেনাপতি। এক্ষেত্রে আগের রেকর্ডটা শোয়েব আকতারের। ২০০৩ সালে ৩০ উইকেট নেয়া সাবেক পাকিস্তান স্পিডস্টারের গড় ছিল ১২.৩৬। তবে গড়ের বিষয়টি বাইরে রাখলে বছরে সর্বোচ্চ ৬২ শিকারের রেকর্ড কিন্তু ইমরান খানের, ১৯৮৬ সালে দুর্দান্ত মৌসুম কাটানো বর্তমান পাকিস্তান প্রধানমন্ত্রীর গড় ছিল ১৩.২৯। টানা তৃতীয়বারের মতো ইনিংসে পাঁচ উইকেট নিয়েছেন হোল্ডার। ইনজুরি সত্ত্বেও চলতি বছরে মাত্র ৬ টেস্ট খেলেই শিকার করেছেন ৩৩, এর মধ্যে ৪ বার ইনিংসে ৫ উইকেট। ভারত সফরে টেস্ট সিরিজে এছাড়া আরও বেশ কয়েকটি রেকর্ড গড়েছেন হোল্ডার। সেগুলো দেখে নেয়া যাকÑ ভারতের মাটিতে কোন ক্যারিবীয় পেসারের ইনিংসে ৫ উইকেট নেয়ার ঘটনা ঘটেছিল সর্বশেষ ১৯৯৪ সালে। সে বছর মোহালি টেস্টে পাঁচ উইকেট নিয়েছিলেন ক্যানি বেঞ্জামিন। ২৪ বছর পর আবার এ কীর্তি দেখালেন হোল্ডার। এছাড়া চলতি বছরে চতুর্থবারের মতো ইনিংসে ৫ উইকেট নিয়েছেন হোল্ডার। যার সবগুলোই তার সর্বশেষ চার টেস্টে। ২০০০ সালে কোর্টনি ওয়ালশের পর প্রথম ক্যারিবীয় পেসার হিসেবে এক পঞ্জিকাবর্ষে চারবার ৫ উইকেট নেয়ার রেকর্ড গড়ে হোল্ডার। ১১.৮৭- গত এক ’শ বছরে এক পঞ্জিকাবর্ষে কমপক্ষে ৩০ উইকেট নেয়া পেসারদের মধ্যে সেরা গড় এখন হোল্ডারের। এছাড়া সময়সীমা ৫০ বছরে নামিয়ে আনলে সব বোলারদের মধ্যেই সেরা গড় তার। ইতিহাসের মাত্র পঞ্চম অধিনায়ক হিসেবে ভারতের মাটিতে ইনিংসে ৫ উইকেট নেয়ার রেকর্ড গড়েছেন হোল্ডার। তার আগে ড্যানিয়েল ভেট্টোরি, রিচি বেনো, ফজল মাহমুদ ও কোর্টনি ওয়ালশ এ কীর্তি দেখিয়েছিলেন। একসময় ক্রিকেট বিশ্ব দাপিয়ে বেড়াতেন উইন্ডিজ পেসাররা। নব্বইয়ের দশকেও পিচে আগুন ঝরাতেন কার্টলি এ্যামব্রোস-কোর্টনি ওয়ালশ। সেই দিন আর নেই। গতি হারিয়েছে ক্যারিবিয়ান ক্রিকেট। এই হতাশার মধ্যেও যেন সুদিনের বাতাস এনে দিলেন অধিনায়ক জেসন হোল্ডার। গড়লেন গত ১০০ বছরে পেসারদের মধ্যে এক পঞ্জিকাবর্ষে সবচেয়ে কম গড়ের নতুন রেকর্ড। যদিও রবিবার এ রিপোর্ট লেখার সময় হায়দাবাদ টেস্টে হারের পথে হোয়াইটওয়াশের অপেক্ষায় ছিল উইন্ডিজ। ‘অতীতে আরও শক্তিশালী ওয়েস্ট ইন্ডিজ দল ভারতে এসে টেস্ট সিরিজ জিততে পারেনি। ব্রায়ান লারার মতো তারকাও পারেননি। সেদিক থেকে দেখলে এই দলে অনেক বেশি তরুণ ক্রিকেটার রয়েছে। অভিজ্ঞতা কম।’ বলেন হোল্ডার। উইন্ডিজ অধিনায়ক আরও যোগ করেন, ‘আমাদের নিয়ে কড়া সমালোচনা হচ্ছে। এটা ঠিক নয়। আমরা কিন্তু ধীরে ধীরে উন্নতি করছি। গত পাঁচ সিরিজের মধ্যে দুটিতে জিতেছি। তারপরও লোকজন কেন এত সমালোচনা করছে সেটা বুঝতে পারছি না।’
×