ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

তিয়ানজিনে শিরোপা গার্সিয়ার

ইউক্রেনের তরুণী ডায়ানার প্রথম ডব্লিউটিএ শিরোপা

প্রকাশিত: ০৪:৩০, ১৫ অক্টোবর ২০১৮

 ইউক্রেনের তরুণী ডায়ানার প্রথম ডব্লিউটিএ শিরোপা

স্পোর্টস রিপোর্টার ॥ হংকংয়ের ভিক্টোরিয়া পার্ক টেনিস স্টেডিয়ামের প্রবেশদ্বারসহ আশপাশের এলাকা সেজেছিল ওয়াং কিয়াংয়ের জন্য। ফর্মের তুঙ্গে থাকা চীনের এ তারকা এবার হংকংয়ের প্রুডেনশিয়াল ওপেন টেনিসের অন্যতম ফেবারিট ছিলেন গারবিন মুগুরুজা, এলিনা সিতোলিনাদের পরাস্ত করে। তাই সবখানে তার ছবি সংবলিত পোস্টারই শোভা পাচ্ছিল। হংকং যেন তার ঘরের পরিবেশ, দর্শকরাও ছিলেন তারজন্য উৎসব করতে প্রস্তুত। কিন্তু সবাইকে হতচকিত করে দিয়ে ফাইনালে জিতে গেলেন ইউক্রেনের অখ্যাত ডায়ানা ইয়াস্ট্রেমস্কা। ১৮ বছর বয়সী এ তরুণী ক্যারিয়ারে প্রথমবার ডব্লিউটিএ চ্যাম্পিয়ন হয়েছেন সরাসরি ৬-২, ৬-১ সেটে চীনের এক নম্বর ওয়াংকে হারিয়ে। আসলে তার নিজের ঘর চীনের তিয়ানজিন। সেখানে ফ্রান্সের ক্যারোলিন গার্সিয়া শিরোপা জিতেছেন সাবেক বিশ্বসেরা চেক প্রজাতন্ত্রের ক্যারোলিনা পিসকোভাকে ৭-৬ (৯-৭), ৬-৩ সেটে হারিয়ে। ওয়াংয়ের জন্য সবকিছুই সাজানো ছিল। যেন ফাইনাল ম্যাচটি শুধু এক আনুষ্ঠানিকতা। দর্শক-ভক্তরাও যেন নিশ্চিতই ছিলেন ক্যারিয়ারের তৃতীয় ডব্লিউটিএ জিতবেন এ ২৬ বছর বয়সী চাইনিজ তরুণী। হংকংয়ে একেবারেই অপ্রতিরোধ্য হয়ে উঠেছিলেন তিনি। সে কারণেই ভিক্টোরিয়া পার্কের আশপাশে চোখ দিলেই তার ছবি ভেসে উঠেছে। আর ডায়ানা ফাইনালে উঠেও আলোচনার বাইরে, কারণ হংকং ওপেনের আগে তাকে চেনার মতো কিছুই কখনও করতে পারেননি। সে কারণে এমনকি গুগলেও চলতি টুর্নামেন্টের কোন ছবি খুঁজে পাওয়া যায়নি ডায়ানার। কিন্তু ১৮ বছর বয়সী এ সুন্দরী সে কারণেই ছিলেন চাপমুক্ত। প্রত্যাশার চাপে শুরু থেকেই মুষড়ে পড়েছেন ওয়াং। পুরো টুর্নামেন্টে দুরন্ত এ চাইনিজ তরুণী কোন প্রতিরোধই গড়ে তুলতে পারেননি ডায়ানার বিপক্ষে। মাত্র ৬৫ মিনিট সময় নিয়েছেন এ ইউক্রেনের তরুণী, এতেই ৬-২, ৬-১ ব্যবধানে বিধ্বস্ত হয়েছেন ওয়াং। ফলাফলটা দেখে বোঝার উপায় নেই হংকংয়ে গত এক সপ্তাহে কি অসাধারণ ও অবিশ্বাস্য নৈপুণ্য দেখিয়েছিলেন চাইনিজ এ তারকা। সেই ওয়াং কিনা ফাইনালে এসেই একেবারে বিপর্যস্ত হয়ে গেলেন। ডায়ানা ডব্লিউটিএ র‌্যাঙ্কিংয়ের ১০২ নম্বর এবং তার ক্যারিয়ার বিশ্লেষণ করলে সবচেয়ে ভাল যে ব্যাপারটি তা হচ্ছে ২০১৬ সালের জুনিয়ার উইম্বলডন প্রতিযোগিতায় ফাইনাল খেলা। কিন্তু ফাইনালে নামার আগেরদিনই নিজের মধ্যে আত্মবিশ্বাসটা অনুভব করছিলেন ডায়ানা। এ বিষয়ে তিনি বলেন, ‘গতকালই আমার মধ্যে এই আত্মবিশ্বাস কাজ করছিল যে আমি হয়তো শিরোপা জিতব। তবে সকালে ঘুম থেকে ওঠার পর কিছুটা নার্ভাস হয়ে পড়েছিলাম। আমি খেতে পারিনি, পেটে অদ্ভুত এক ব্যথা অনুভূত হচ্ছিল যা আগে কখনও হয়নি। আগেও ফাইনাল খেলেছি, তবে এই প্রথম এমন অনুভূতি হয়েছে। তবে খেলার সময় আমার কোন চাপ ছিল না। জেতার পরও চাপ নেই, আমার আকাক্সক্ষা শুধু ভাল খেলে যাওয়া এবং আরও শিরোপা জেতা।’ ওয়াং অবশ্য আগেরদিনই কঠিন হ্যামস্ট্রিংয়ের যন্ত্রণায় পড়েছিলেন। কারণ শুক্রবার কোয়ার্টার ফাইনালের ম্যাচটি খেলতে হয়েছে। সেই ম্যাচটি অসমাপ্ত থাকায় শনিবার সকালেই নামতে হয়েছিল। সন্ধ্যায় আবার সেমিফাইনাল খেলেছেন। বড় এ দুটি ম্যাচেই তার প্রতিপক্ষ ছিলেন অনেক বড় তারকা। ফাইনালে হয়তো সেটারই প্রভাব পড়েছিল। কিন্তু জুলাই থেকে শুরু করে দুটি ডব্লিউটিএ জয়, তিনটিতে সেমিফাইনাল খেলা এবং হংকংয়ে ফাইনালে ওঠার কারণে ওয়াংকে ইতোমধ্যেই বড় তারকাদের কাতারে বিবেচনা করা হয়েছে। তিনিই হেরে গেলেন। ওয়াং বলেন, ‘আমার মনে হয় গত দুই ম্যাচের পর থেকেই আমি বেশ ক্লান্ত। আজ সে দারুণ খেলেছে। আমার জন্য সেটা কঠিন হয়েছে। অনেক বেশি আক্রমণাত্মক ছিল সে এবং তেমন কোন ভুলই করেনি।’ ওয়াংয়ের শহর তিয়ানজিনে পিসকোভাকে হতাশ করেছেন গার্সিয়া। সেখানে আসরের দুই সেরা বাছাইয়ের মধ্যে ফাইনালে শীর্ষ বাছাই ও সাবেক বিশ্বসেরা চেক তরুণী পিসকোভা হেরে গেছেন। প্রথম সেটে কঠিন লড়াইয়ের পর টাইব্রেকে ফয়সালা হয়েছে দীর্ঘক্ষণ খেলার পর। তবে দ্বিতীয় সেটে ২৪ বছর বয়সী ফরাসী তরুণী গার্সিয়া সহজেই জিতে গেছেন। ক্যারিয়ারের ষষ্ঠ শিরোপা জিতেছেন বর্তমান ১৬ র‌্যাঙ্কিংধারী এ তারকা, তবে এ বছরের প্রথম। গত বছর উহান ও বেজিংয়ে টানা শিরোপা জিতেছিলেন এবং মৌসুম শেষের ডব্লিউটিএ ফাইনালস খেলেছিলেন। এ বছর সেটি হচ্ছে না। কারণ তিয়ানজিনের আগে তেমন কিছুই করতে পারেননি তিনি। আর পিসকোভা হেরে যাওয়াতে আসন্ন ডব্লিউটিএ ফাইনালস খেলতে পারবেন কিনা তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। এ সপ্তাহে আরেকটি টুর্নামেন্ট শেষে জানা যাবে তার ভাগ্য।
×