ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

প্রাইমারী স্কুলে দফতরি নিয়োগ স্থগিত

প্রকাশিত: ০৪:২৪, ১৫ অক্টোবর ২০১৮

 প্রাইমারী স্কুলে দফতরি নিয়োগ স্থগিত

স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ দুর্নীতির অভিযোগে সারাদেশের প্রাইমারী স্কুলে দফতরি নিয়োগ স্থগিত করা হয়েছে। দুর্নীতির অভিযোগ তদন্তের জন্য সিলেটের জেলা প্রশাসককে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেয়া হয়েছে। রবিবার দুপুর ২টায় সিলেট সার্কিট হাউসে কানাইঘাটের শিক্ষকদের নিয়ে এক মতবিনিময় সভায় জকিগঞ্জের ৬৯নং সুলতানপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে দফতরি নিয়োগে দুর্নীতির অভিযোগ করেন জকিগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও মহানগর যুবলীগের সদস্য সাজু ইবনে হান্নান খান। অভিযোগের ভিত্তিতে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান তাৎক্ষনিক জকিগঞ্জ উপজেলার ৩৯ জন দফতরি নিয়োগ স্থগিতসহ সারাদেশের প্রাথমিক দফতরি নিয়োগ স্থগিত করার জন্য প্রাথমিক গণশিক্ষা সচিব, ডিজি, ডিপিও, সিলেটের জেলা প্রশাসক ও জকিগঞ্জ শিক্ষা অফিসারকে নির্দেশ দেন।
×