ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

উত্তরখানে দগ্ধ আরেক নারীর মৃত্যু

প্রকাশিত: ০৪:২৩, ১৫ অক্টোবর ২০১৮

  উত্তরখানে দগ্ধ আরেক নারীর মৃত্যু

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর উত্তরখানে একটি ফ্ল্যাটে গ্যাসের চুলা থেকে লাগা আগুনে দগ্ধ সুফিয়া বেগম (৫০) নামে আরও এক নারীর মৃত্যু হয়েছে। তিনি আগেরদিন মৃত আজিজুলের ফুফু। রবিবার সকাল সাতটার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে তার মৃত্যু হয়েছে। ঢামেক হাসপাতালের চিকিৎসক জানান, সুফিয়ার সারা শরীরের ৯৯ শতাংশ দগ্ধ হয়েছিল। এ নিয়ে এই অগ্নিকোন্ডের ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনায় আরও পাঁচজন মারাত্মক দগ্ধ হয়ে ঢামেক হাসপাতালের বেডে কষ্ট ও যন্ত্রণায় ছটফট করছে। তারা এখন জীবন মৃত্যু সন্ধিক্ষণে। তাদের সকলের শ্বাসনালী পুড়ে গেছে। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, শনিবার ভোরে উত্তরখানের হেলাল মার্কেটের পাশে ব্যাপারীপাড়ার ১১০/এ নম্বর তৃতীয় তলার বাড়ির নিচতলায় গ্যাসের চুলার আগুনে দগ্ধ হয় তিন পরিবারের ৮ জন। এর মধ্যে শনিবার সকালে আজিজুল (২৭) ও রাতে তার স্ত্রী মুসলিমা (২০) ঢামেক হাসপাতালে মারা যান। তাদের শরীরের ৯৯ শতাংশ দগ্ধ হয়েছিল। এ ঘটনায় দগ্ধ ডাবলু (৩৩), আনজু (২৫), আব্দুল্লাহ (৫), পূর্ণিমা (৩৫) ও সাগর (১২) বার্ন ইউনিটে চিকিৎসাধীন। দগ্ধ শরীর নিয়ে হাসপাতালের বেডে কষ্ট ও যন্ত্রণায় ছটফট করছে তারা।
×