ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

কাফরুলে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

প্রকাশিত: ০৪:২৩, ১৫ অক্টোবর ২০১৮

 কাফরুলে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর কাফরুলে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। কাকরাইলে সাবেক পুলিশ কর্মকর্তার ছেলে আত্মহত্যা করেছে। ইন্দিরা রোডে একটি কাগজের কার্টন তৈরির কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। সংশ্লিষ্ট সূত্রগুলো রবিবার জানায়, রাজধানীর কাফরুলে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মিজানুর রহমান (৪৫) নামে এক ব্যবসায়ী খুন হয়। শনিবার গভীর রাতে পুলিশ ইব্রাহিমপুর এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ মর্গে পাঠায়। কাফরুল থানার পুলিশ জানায়, ইব্রাহিমপুরে সন্ত্রাসীরা মিজানুর রহমান নামে ওই ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা করে পালিয়ে যায়। কারা তাকে হত্যা করেছে তা জানতে পুলিশ মাঠে নেমেছে। আত্মহত্যা ॥ কাকরাইলে এক সাবেক পুলিশ কর্মকর্তার ছেলে আত্মহত্যা করেছে। নিহতের নাম রাকিবুল হাসান রিপন (৩৫)। রবিবার সকালে পুলিশ ওই এলাকার একটি ভবনের পঞ্চম তলা থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠায়। ময়নাতদন্ত শেষে বিকেলে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়। নিহতের বড় ভাই লিটন জানান, সকালে ফ্যানের সঙ্গে দড়ি দিয়ে ফাঁস লাগানো অবস্থায় রিপনকে দেখতে পাই। পরে পুলিশকে খবর দেয়া হয়। কার্টন কারখানায় অগ্নিকান্ড ॥ রবিবার দুপুরে ইন্দিরা রোডে রাজ্জাক প্যাকেজিং নামে একটি কাগজের কার্টন তৈরির কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আবাসিক এলাকার মধ্যে থাকা ওই কারখানাটিতে আগুন লাগায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
×