ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ঢাবি ‘ঘ’ ইউনিটে প্রশ্ন ফাঁসে ছয় জনের রিমান্ড

প্রকাশিত: ০৪:২২, ১৫ অক্টোবর ২০১৮

  ঢাবি ‘ঘ’ ইউনিটে  প্রশ্ন ফাঁসে ছয়  জনের রিমান্ড

কোর্ট রিপোর্টার ॥ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার ছয় আসামির দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রবিবার ঢাকা মহানগর হাকিম দেবব্রত বিশ্বাস রিমান্ডের আদেশ দেন। আসামিরা হলেনÑ জাহিদুল ইসলাম, ইনসান আলী, মোস্তাকিম হোসেন, সাদমান সালিদ, আবু তালেব ও তানবির আহমেদ। মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার এসআই আব্দুর রউফ বাহাদুর আসামিদের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেছিলেন। আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিলপূর্বক জামিনের আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে প্রত্যেকের দুই দিন করে রিমান্ডের আদেশ দেন। ডিজিটাল নিরাপত্তা আইনে শনিবার রাতে শাহবাগ থানায় মামলাটি করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রধান নিরাপত্তা কর্মকর্তা এসএম কামরুল আহসান। ডিজিটাল নিরাপত্তা আইনের প্রথম এই মামলায় ৬ জনের নামোল্লেখসহ অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়েছে।
×