ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সিপিডির সম্মেলনে ড. দেবপ্রিয়

মানুষ যত বেশি শিক্ষিত বেকার হওয়ার ঝুঁকি তত বেশি

প্রকাশিত: ০৪:২১, ১৫ অক্টোবর ২০১৮

  মানুষ যত বেশি শিক্ষিত বেকার হওয়ার ঝুঁকি তত বেশি

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশের মানুষ যত বেশি শিক্ষিত হয়, বেকার হওয়ার ঝুঁকি তত বেশি হয়। দেশের মোট যুবকের এক-তৃতীয়াংশ বেকার। বেকারত্ব কমিয়ে আনতে সরকারকেই পদক্ষেপ নিতে হবে বলে জানিয়েছেন বেসরকারী গবেষণা প্রতিষ্ঠান সেন্টার পর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক ড. দেবপ্রিয় ভট্টাচার্য। রবিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তন এসডিজি (টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা) বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত যুব সম্মেলনে তিনি এসব কথা বলেন। ‘বাংলাদেশ ও এজেন্ডা ২০৩০ : তারুণ্যের প্রত্যাশা’ শীর্ষক এই সম্মেলনে সভাপতিত্ব করেন তিনি। দেশের বিভিন্ন প্রান্ত থেকে নানা ধর্ম ও পেশার তরুণরা অংশ নেন। সিপিডির নির্বাহী পরিচালক বলেন, দেশের এক-তৃতীয়াংশ ভোটার যুবক। প্রায় সাড়ে চার কোটি তরুণ ভোটারের জন্য রাজনৈতিক দলগুলোকে নির্বাচনী ইশতেহার তৈরির আগে যুব সমাজের সঙ্গে আলোচনায় বসতে হবে। তাদের মতামতকে গুরুত্ব দিতে হবে। যুবকদের ভোটাধিকার নিশ্চিত করতে হবে। এছাড়া নির্বাচনের পর ইশতেহার বাস্তবায়ন নিয়ে জবাবদিহি থাকতে হবে। দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, বর্তমানে উচ্চ শিক্ষিতদের তিন জনের একজন বেকার। মানসম্পন্ন শিক্ষার অভাবে মানসম্মত কর্মসংস্থান হচ্ছে না। যুবদের সম্ভাবনা কাজে না লাগানো জাতীয় অপচয় বলেও জানান তিনি। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী বলেন, আমরা অনেক কিছুই করেছি তবুও অনেক কিছুই করার বাকি। আমরা এমডিজি অর্জন করেছি; আশা করছি এসডিজিও অর্জন করতে সক্ষম হব। এই এসডিজি অর্জনের ক্ষেত্রে বর্তমান তরুণ-তরুণীদের দায়িত্বও অনেক। তিনি বলেন, গত দশ বছরে বাংলাদেশ অনেক এগিয়ে গেছে। এই বাংলাদেশ আর গত দশ বছর আগের বাংলাদেশ এক নয়। আমাদের দেশের জন্য কর্মসংস্থান সৃষ্টি করা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবেলা করাও একটা চ্যালেঞ্জ। তবে আমাদের এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। দলিত, আদিবাসী, যারা পিছিয়ে আছে তাদের এগিয়ে নিয়ে এগিয়ে যাওয়ার দায়িত্ব তরুণদের। কিভাবে পিছিয়ে পড়াদের আরও শক্তিশালী করা যায় তা নিয়ে কাজ করার কথা বলেন। তিনি তরুণদের বার্তা দিয়ে বলেন, তরুণরা শিক্ষিত, সাহসী এবং সক্ষম। সুতরাং তুমিই ঠিক কর কি করে এগিয়ে যাবে। অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার বলেন, আমরা এই সরকারের সময় ২৪ লাখ যুবককে প্রশিক্ষণ দিয়েছি।
×