ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

তিতলির প্রভাব রূপসার পাইকারি বাজারে

প্রকাশিত: ০৪:১৮, ১৫ অক্টোবর ২০১৮

 তিতলির প্রভাব রূপসার পাইকারি বাজারে

অর্থনৈতিক রিপোর্টার ॥ ঘূর্ণিঝড় তিতলির প্রভাব পড়েছে খুলনার রূপসা পাইকারি বাজারে। শুক্রবার রাত থেকে খারাপ আবহাওয়ার কারণে কমেছে সব ধরনের মাছের সরবরাহ। ইলিশ নিধন ও সাগরে মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা থাকায়, বাজারে পাওয়া যাচ্ছে শুধু চাষের মাছ। এজন্য মাছের দাম কিছুটা বেশি। ব্যবসায়ীরা বলছেন, ভারত অংশেও নিষেধাজ্ঞা থাকলে মাছের উৎপাদন বৃদ্ধি পেত। ঘূর্ণিঝড় তিতলির প্রভাব পড়েছে খুলনার রূপসা পাইকারি মাছ বাজারে। নদ-নদী উত্তাল থাকায় এ বাজারে মাছ আসতে পারছে না। ব্যবসায়ীরা বলছেন প্রতিদিন খুলনার পাইকারি বাজারে নিম্নাঞ্চল থেকে যে পরিমাণ মাছ আসে তা ১ চতুর্থাংশে। গত তিন থেকে চারদিন ধরে আবহাওয়া খারাপ থাকার কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে জানান ব্যবসায়ীরা। প্রতিদিন রূপসার পাইকারি মাছ বাজারে দেশী সামুদ্রিক এবং চাষের প্রচুর মাছের দেখা মেলে। তবে সাগরে মাছ ধরা বন্ধ থাকায় শুধু চাষের রুই কাতলা পাঙ্গাসসহ কয়েক ধরনের মাছ পাওয়া যাচ্ছে। এতে ব্যবসায়ীরা সাময়িক সমস্যার মধ্যে পড়লেও সাগরে মাছ ধরা বন্ধ রাখাকে সাধুবাদ জানিয়েছে ব্যবসায়ীরা। ৭ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত সাগরের বাংলাদেশ অংশে মাছ ধরা বন্ধ রয়েছে। একই আইন ভারতের অংশেও বলবৎ থাকলে আগামীতে ইলিশসহ প্রচুর মাছ দেখা মিলত বলে জানান সংশ্লিষ্টরা।
×