ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জ্বালানি খাতে বিনিয়োগ বাড়লেও দক্ষ মানবসম্পদ গড়ে ওঠেনি

প্রকাশিত: ০৪:১৬, ১৫ অক্টোবর ২০১৮

জ্বালানি খাতে বিনিয়োগ বাড়লেও দক্ষ মানবসম্পদ গড়ে ওঠেনি

অর্থনৈতিক রিপোর্টার ॥ বিদ্যুত ও জ্বালানি খাতে গত এক দশকে বিপুল বিনিয়োগ হলেও, এখনও দক্ষ মানবসম্পদ গড়ে তোলা যায়নি। তাই বড় নির্ভরতা রয়ে গেছে বিদেশী জনবলে। আগামীতে বড় প্রকল্প বাস্তবায়ন ও নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে, দক্ষ মানবসম্পদ উন্নয়নে মনোযোগী হওয়ার পরামর্শ দিলেন, জ্বালানি পরামর্শক এবং অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষকদল। তাদের মতে, এ খাতে এখনই গুরুত্ব দেয়া না হলে ভবিষ্যতে বড় সঙ্কট তৈরি হবে। গত এক দশকে বিদ্যুত ও জ্বালানি খাতে এসেছে বড় বড় বিনিয়োগ। ফলে বেড়েছে বিদ্যুতের উৎপাদন ক্ষমতা, সেই সঙ্গে জ্বালানি সরবরাহ। কিন্তু এর বেশিরভাগই বাস্তবায়ন করতে হয়েছে বিদেশী জনবল দিয়ে। ফলে বেড়েছে খরচ এবং নির্ভরতা। তাই এ অবস্থা থেকে বের হয়ে বাংলাদেশকে স্বয়ংসম্পূর্ণ হওয়ার পরামর্শ দিলেন অস্ট্রেলিয়ার একটি বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক ও গবেষক। তাদের মতে, টেকসই উন্নয়ন ও অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে নিতে হবে কার্যকর উদ্যোগ। আর এ উদ্যোগ এগিয়ে নিতে বাংলাদেশ সফরে এসে একাধিক প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা স্মারকও সই করেছেন তারা। বিশ্লেষকদের মতে, টেকসই প্রবৃদ্ধি ধরে রাখার অন্যতম নিয়ামক নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ। তাই মেগা প্রকল্প বাস্তবায়ন ও টেকসই উন্নয়নে আগামীতে আমদানি নির্ভরতা কমাতে আরও কৌশলী হওয়ারও পরামর্শ। বাংলাদেশ সফরে আসা অস্ট্রেলিয়ার শিক্ষক ও গবেষক প্রতিনিধি দলের মতে, গত এক দশকে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও জ্বালানি খাতের উন্নয়ন প্রশংসনীয়। তবে দক্ষ লোকবল বাড়াতে প্রয়োজন আরও বিনিয়োগ।
×