ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মুদ্রার অবমূল্যায়ন করবে না আইএমএফের সদস্য দেশগুলো

প্রকাশিত: ০৪:১৬, ১৫ অক্টোবর ২০১৮

 মুদ্রার অবমূল্যায়ন করবে না আইএমএফের সদস্য দেশগুলো

অর্থনৈতিক রিপোর্টার ॥ বাণিজ্যের প্রতিযোগিতায় মুদ্রার অবমূল্যায়ন থেকে বিরত থাকতে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল-আইএমএফের সদস্য দেশগুলো। ইন্দোনেশিয়ার বালিতে আইএমএফের সম্মেলন শেষে বিবৃতিতে এ তথ্য জানায়, ইন্টারন্যাশনাল মানিটরি এ্যান্ড ফিন্যান্সিয়াল কমিটি- আইএমএফসি। এতে জানানো হয়, বাণিজ্য সুবিধা পেতে কখনও মুদ্রার বিনিময় হারকে নির্ধারক হিসেবে ব্যবহার করা হবে না। বাণিজ্য নিয়ে ক্রমবর্ধমান বিরোধ ও উচ্চ সুদের কারণে বৈশ্বিক প্রবৃদ্ধি হুমকির মুখে পড়ায় নিজেদের মধ্যে আলোচনা বাড়ানোর বিষয়ে একমত হয়েছে সদ্যদেশগুলো।
×