ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রাবির ভর্তি পরীক্ষায় এবারও সক্রিয় জালিয়াত চক্র

প্রকাশিত: ০৪:০৩, ১৫ অক্টোবর ২০১৮

রাবির ভর্তি পরীক্ষায়  এবারও সক্রিয় জালিয়াত চক্র

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াত চক্র সক্রিয় হয়ে উঠছে। আগামী ২২-২৩ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ে ভর্তি নিশ্চিত করার কথা বলে এসব চক্র ভর্তিচ্ছুদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয়ার তৎপরতা চালাচ্ছে। প্রতিবছর এ ধরনের ঘটনায় জড়িতরা আটক হলেও থামছে না এসব কর্মকান্ড। অনুসন্ধানে জানা গেছে, এসব চক্রে জড়িতদের অধিকাংশই ক্ষমাতাসীন দলের ছাত্রসংগঠনের রাজনীতির সঙ্গে জড়িত। বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সভাপতি ও যুগ্ম-সাধারণ সম্পাদক পদে দায়িত্বে আছেন। এরইমধ্যে গত শনিবার এই চক্রের সঙ্গে রাবি শাখার ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক তারেক আহমেদ খান শান্তর সম্পৃক্ততার ফোনালাপ ফাঁস হয়ে গেছে। এ নিয়ে তোলপাড় শুরু হয়েছে ক্যাম্পাসে। ওই ফোনালাপে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক তারেক আহমেদ খান শান্তর সঙ্গে এক ভর্তিচ্ছুর টাকার বিনিময়ে ভর্তির বিষয়ে কথা হয়। ছাত্রলীগ নেতা ওই ভর্তিচ্ছুর কাছ থেকে তিন লাখ টাকা দাবি করেন। রেকর্ডিং অনুযায়ী-দর কষাকষির এক পর্যায়ে তাদের মধ্যে আড়াই লাখ টাকার চুক্তি হয়।
×