ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক স্বপনকে ঢাকায় স্থানান্তর ॥ বিক্ষোভ

প্রকাশিত: ০৪:০১, ১৫ অক্টোবর ২০১৮

 সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক স্বপনকে ঢাকায় স্থানান্তর ॥  বিক্ষোভ

নিজস্ব সংবাদদাতা, পাবনা, ১৪ অক্টোবর ॥ সন্ত্রাসী হামলায় গুরুতর আহত পাবনা রিপোর্টার্স ইউনিটির সভাপতি হাবিবুর রহমান স্বপনকে ঢাকার গ্রীন রোডের কমফোর্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার বিকেলে তার হাতে জরুরী অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। প্রবীণ সাংবাদিক লেখক হাবিবুর রহমান স্বপনের ওপর সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে বিক্ষুব্ধ সাংবাদিক সমাজ রবিবার পাবনা প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে। এ প্রতিবাদ সমাবেশে শতাধিক সাংবাদিক, রাজনীতিবিদ ও সাংস্কৃতিক কর্মী অংশ নেন। বক্তারা অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেফতার করা না হলে বৃহত্তর কর্মসূচী ঘোষণার হুঁশিয়ারি জানান। হামলার শিকার সাংবাদিক জানান, তিনি শনিবার রাত পৌনে ১১টায় পেশাগত দায়িত্ব পালন শেষে রিক্সাযোগে কফিলউদ্দিন পাড়ার বাসায় যাচ্ছিলেন। রিক্সাটি শহরের সেবা হাসপাতাল মোড়ে পৌঁছালে হেলমেট পরিহিত তিন মোটরসাইকেল আরোহী সন্ত্রাসী তার গতিরোধ করে। এ সময় সন্ত্রাসীরা নির্মমভাবে রড দিয়ে পিটাতে শুরু করলে তার চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসে। এরপর সন্ত্রাসীরা তাকে ফেলে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় পাবনা জেনারেল হাসপাতালে আনা হলে চিকিৎসকরা প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর তাকে ঢাকায় স্থানান্তরের পরামর্শ দেন। গভীর রাতেই তাকে ঢাকায় পাঠানো হলে সকালে গ্রীন রোডের কমফোর্ট হাসপাতালে ভর্তি করা হয়। এ হামলার প্রতিবাদে রবিবার সকালে পাবনা প্রেসক্লাবের সামনে সাংবাদিক সমাজ মানববন্ধন ও সমাবেশে মিলিত হয়। পাবনা প্রেসক্লাব সভাপতি শিবজিৎ নাগের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা রবিউল ইসলাম রবি, আব্দুল মতিন খান, এবিএম ফজলুর রহমান, উৎপল মির্জা, আহমেদ উল হক রানা, কাজী বাবলা, সৈকত আফরোজ আসাদ, কৃষ্ণ ভৌমিক, মাহবুব আলম প্রমুখ।
×