ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চাকরিতে আদিবাসীদের কোটা বহাল দাবি

প্রকাশিত: ০৪:০০, ১৫ অক্টোবর ২০১৮

চাকরিতে আদিবাসীদের  কোটা বহাল দাবি

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ সরকারী চাকরিতে আদিবাসীদের কোটা বহাল রাখার দাবিতে রাজশাহী জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরবার স্মারকলিপি প্রদান করা হয়েছে। রবিবার দুপুরে জাতীয় আদিবাসী পরিষদ রাজশাহী জেলা শাখার উদ্যোগে জেলা প্রশাসক এসএম আব্দুল কাদেরের কাছে এ স্মারকলিপি প্রদান করা হয়। জাতীয় আদিবাসী পরিষদ রাজশাহী জেলা শাখার সভাপতি বিমল রাজোয়াড়ের নেতৃত্বে স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন, জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় দফতর সম্পাদক সুভাষ চন্দ্র হেমব্রম, রাজশাহী মহানগর শাখার সাধারণ সম্পাদক আন্দ্রিয়াস বিশ্বাস, রাজশাহী জেলা কমিটির সাধারণ সম্পাদক সুসেন কুমার শ্যামদুয়ার, গোদাগাড়ী উপজেলার সভাপতি রবীন্দ্রনাথ হেমব্রম, আদিবাসী ছাত্রপরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি নকুল পাহান, সাধারণ সম্পাদক তরুণ মুন্ডা প্রমুখ। আরও উপস্থিত ছিলেন সাবেক জেলা সমবায় কর্মকর্তা সূর্য হেমব্রম, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির রাজশাহী সদস্য সাহাবুল সরকার টুটুল, পারগানা পরিষদের যোসেফ হেমব্রম। নওগাঁ নিজস্ব সংবাদদাতা নওগাঁ থেকে জানান, সমতল ভূমির আদিবাসীদের কোটা বহালের দাবিতে রবিবার দুপুরে মানববন্ধন করেছে জাতীয় আদিবাসী পরিষদ। শহরের মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ মানববন্ধন করা হয়। এ সময় আদিবাসীদের ৫ ভাগ কোটা বহাল রাখার দাবিতে বক্তব্য রাখেন নেতারা। গাইবান্ধা নিজস্ব সংবাদদাতা গাইবান্ধা থেকে জানান, সব শ্রেণীর সরকারী চাকরিতে আদিবাসীদের জন্য ৫% কোটা দাবিতে জেলা শহরের ডিবি রোডের আসাদুজ্জামান স্কুলের সামনে এক মানববন্ধন কর্মসূচী পালিত হয়। সাহেবগঞ্জ-বাগদাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটি, আদিবাসী-বাঙালী সংহতি পরিষদ, আদিবাসী ইউনিয়ন ও জনউদ্যোগ এই মানববন্ধন কর্মসূচীর আয়োজন করে। সাহেবগঞ্জ-বাগদাফার্ম ভূমি উদ্ধার কমিটির সভাপতি ফিলিমন বাস্কের সভাপতিত্বে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন কমিউনিস্ট পার্টির সাবেক জেলা সভাপতি ওয়াজিউর রহমান রাফেল, জেলা জেএসডির সভাপতি লাসেন খান রিন্টু, জনউদ্যোগের সদস্য সচিব প্রবীর চক্রবর্তী, জেলা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক ওয়ারেছ আলী, আদিবাসী পারাগানা পরিষদের নেতা নরেন বাস্কে, ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির নেতা রেজাউল মাস্টার, আদিবাসী যুব নেতা প্রিসিলা মুরমু, আদিবাসী ছাত্র নেতা ব্রিটিশ সরেন, বুদরাই টুটু, আন্দ্রিয়াস মুরমু, জগন্থাথ সরেন। দিনাজপুর স্টাফ রিপোর্টার দিনাজপুর থেকে জানান, সরকারী চাকরিতে আদিবাসীদের জন্য ৫ শতাংশ কোটা বহাল রাখার দাবিতে দিনাজপুর-ঢাকা মহাসড়ক অবরোধ কর্মসূচী পালন করেছে বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের আদিবাসী শিক্ষার্থীরা। রবিবার সকাল সাড়ে ১০টায় দিনাজপুর সরকারী কলেজ মোড়ে আদিবাসী কোটা রক্ষা কমিটির ব্যানারে দিনাজপুর-ঢাকা মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। এতে করে সড়কের দু’পাশে শতাধিক যানবাহন আটকা পড়ে। বেলা সাড়ে ১১টায় তারা অবরোধ কর্মসূচী প্রত্যাহার করে নেয়। আদিবাসী শিক্ষার্থীরা বলেন, মুক্তিযুদ্ধসহ বিভিন্ন আন্দোলনে আদিবাসীদের ভূমিকা ছিল। কিন্তু এরপরেও আদিবাসীরা পিছিয়ে পড়া জনগোষ্ঠী হিসেবে বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। নানান প্রতিকূল অবস্থার মধ্যে লেখাপড়া করেও তারা সরকারী চাকরি থেকে বঞ্চিত হচ্ছে। কিন্তু পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে বাদ দিয়ে দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। তাই সবদিক বিবেচনা করে সরকারী চাকরিতে ৫ শতাংশ কোটা বহাল রাখার দাবি জানান তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত বিভিন্ন কর্মসূচী পালন করার ঘোষণা দেন শিক্ষার্থীরা। মানববন্ধন কর্মসূচী চলাকালে বক্তব্য রাখেন, আদিবাসী কোটা রক্ষা কমিটি দিনাজপুরের আহ্বায়ক মিলন সরেন, যুগ্ম আহ্বায়ক রিপন মার্ডি, হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী প্রদীপ মালকো, ডেনিস বাস্কে, সিদায় পাহান, আদিবাসী মুক্তি মোর্চা দিনাজপুরের সভাপতি আলবেনুস টুডু প্রমুখ।
×