ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বাসচাপায় ২ ছাত্রীর মৃত্যুর প্রতিবাদে রাজবাড়ীতে বিক্ষোভ

প্রকাশিত: ০৩:৫৯, ১৫ অক্টোবর ২০১৮

 বাসচাপায় ২ ছাত্রীর মৃত্যুর  প্রতিবাদে রাজবাড়ীতে বিক্ষোভ

নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ১৪ অক্টোবর ॥ গোয়ালন্দে বিদ্যালয়ের সামনে বেপরোয়া গতির বাসচাপায় দুই স্কুলছাত্রীর মৃত্যুর ঘটনায় মানববন্ধন ও বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। রবিবার সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত ঢাকা-খুলনা মহাসড়কের দৌলতদিয়া মডেল হাইস্কুলের সামনে এসব কর্মসূচী পালন করা হয়। এ সময় মহাসড়ক অবরোধের চেষ্টা করলেও পুলিশ, বিদ্যালয়ের শিক্ষক ও ম্যানেজিং কমিটির সদস্যদের হস্তক্ষেপে তা করতে পারেনি শিক্ষার্থীরা। শনিবার দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের দৌলতদিয়া মডেল হাইস্কুলের সামনে বেপরোয়া ঈগল পরিবহনের বাসচাপায় নবম শ্রেণীর দুই ছাত্রীর মৃত্যু হয়। পরে বিক্ষুব্ধ শিক্ষার্থী ও এলাকাবাসী প্রায় ৩ ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখে। এ সময় অর্ধশত যানবাহনে ব্যাপক ভাংচুর চালানো হয়। পুড়িয়ে দেয়া হয় গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস। শিক্ষার্থীদের পূর্বঘোষিত মানববন্ধনস্থলে সকালে বিপুলসংখ্যক পুলিশ অবস্থান নেয়। এ সময় দৌলতদিয়া মডেল হাইস্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি নুরুল ইসলাম ম-ল শিক্ষার্থীদের শান্তিপূর্ণ কর্মসূচী পালনের আহ্বান জানান। তবে মানববন্ধন শেষে পাশের কেকেএস সরকারী শিশু বিদ্যালয়ের সামনে সড়ক অবরোধের চেষ্টা করে শিক্ষার্থীরা। পরে তাদের সেখান থেকে সরিয়ে দেয়া হয়। এ সময় রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার রাকিব খান জানান, শিক্ষার্থীদের সকল দাবি মেনে নেয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। দৌলতদিয়া মডেল হাইস্কুলের সামনে সোমবারে মধ্যেই দুটি স্পিডব্রেকার ও অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন করা হবে। দুই ছাত্রীর মৃত্যুর ঘটনায় ঈগল পরিবহনের যাত্রীদের সহযোগিতায় দ্রুত দায়ী বাসটি শনাক্ত ও চালককে আটক করা সম্ভব হয়েছে। এদিকে দুর্ঘটনার পর ঘাতক বাস জব্দ ও চালক রবিউল ইসলাম শিকদারকে যশোর থেকে আটক করে পুলিশ। রবিউল যশোরের কোতোয়ালি থানার নুরুউদ্দিন শিকদারের ছেলে।
×