ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শিল্পী প্রবাল চৌধুরীর নবম মৃত্যুবার্ষিকী আজ

প্রকাশিত: ০৩:৫৮, ১৫ অক্টোবর ২০১৮

 শিল্পী প্রবাল চৌধুরীর নবম মৃত্যুবার্ষিকী আজ

স্টাফ রিপোর্টার ॥ সোনা বউ চলচ্চিত্রের ‘আমি ধন্য হয়েছি ওগো ধন্য, তোমারি প্রেমেরই জন্য’ গানের শিল্পী, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক সঙ্গীত পরিচালক প্রবাল চৌধুরীর নবম প্রয়াণবার্ষিকী আজ সোমবার। ২০০৯ সালের এই দিনে চট্টগ্রামের একটি হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। তার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদনে বিশেষ স্মরণানুষ্ঠানের আয়োজন করা হয়েছে চট্টগ্রামের দেওয়ানজি পুকুর পাড়ের ১৬নং প্রবাল চৌধুরী সড়কে শিল্পীর নিজ বাসভবনে। প্রবাল চৌধুরীর বোন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী কল্যাণী ঘোষ জনকণ্ঠকে বলেন, প্রবালের প্রয়াণবার্ষিকী উপলক্ষে প্রতি বছর আমরা পারলৌকিক ক্রিয়া ও তাঁকে নিবেদন করে বিশেষ স্মরণানুষ্ঠানের আয়োজন করে থাকি। সেই ধারাবাহিকতায় এবারও বিশেষ আয়োজন রয়েছে।
×