ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ইয়েমেনে বাসের ওপর সৌদি জোটের ফের হামলা

প্রকাশিত: ০৩:৪৮, ১৫ অক্টোবর ২০১৮

  ইয়েমেনে বাসের ওপর সৌদি জোটের  ফের হামলা

ইয়েমেনে আবারও বাসের ওপর বিমান হামলা চালিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোট। ইয়েমেনের হুতি বিদ্রোহীরা জানিয়েছে, বন্দর নগরী হোদায়দায় শনিবারের ওই বিমান হামলায় নারী ও শিশুসহ কমপক্ষে ১৯ জন নিহত হয়েছেন। খবর ডেইলি সাবাহর। ইয়েমেনের বিদ্রোহী নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন মুখপাত্র ইউসেফ আল-হাদিরি বলেছেন, হোদায়দার জাবাল রাস এলাকায় বেসামরিক যানবাহী দুটি বাসে হামলা চালায় সৌদি জোটের যুদ্ধবিমান। এ ঘটনায় কমপক্ষে ১৯ জন নিহত এবং আরও ৩০ জন আহত হয়েছেন। কর্মকর্তারা বলেছেন, নিহতদের মধ্যে নারী এবং শিশুও রয়েছে। জার্মান প্রেস এজেন্সিকে (ডিপিএ) আল-হাদিরি বলেন, নিহতদের প্রকৃত সংখ্যা এখনও নির্ধারণ করা সম্ভব হয়নি। কারণ মৃত ব্যক্তিদের একজনের শরীরের অংশ আরেকজনের সঙ্গে মিশে গেছে। প্রত্যক্ষদর্শীরা ডিপিএ-কে জানিয়েছে, বোমা হামলার শিকার বাস দুটিতে বেসামরিক ব্যক্তিরা যাতায়াত করছিলেন। তারা তাদের এলাকায় বিদ্রোহী ও সরকারী বাহিনীর মধ্যে লড়াই এড়াতে পালানোর চেষ্টা করছিলেন। এদিকে ইরানের সঙ্গে সংশ্লিষ্ট হুতি বিদ্রোহীদের সঙ্গে ২০১৫ সাল থেকে লড়াই করে যাওয়া সৌদি নেতৃত্বাধীন জোট ওই হামলা নিয়ে কোন মন্তব্য করেনি। গত জুন থেকে বিদ্রোহী নিয়ন্ত্রিত হোদায়দায় হামলা চালিয়ে যাচ্ছে সৌদি জোট। ওই সময় হোদায়দার বিমানবন্দর দখল করে নেয় সরকারী বাহিনী। ইয়েমেনী বাহিনী এখন হোদায়দা এবং এর সমুদ্রবন্দর দখলে নেয়ার চেষ্টা করছে। এই বন্দর দিয়েই দেশটির আমদানি এবং সাহায্যের ৮০ ভাগ ইয়েমেনে পৌঁছায়। দাতব্য সংস্থাগুলো সতর্ক করে দিয়ে বলেছে, ইতোমধ্যে দুর্ভিক্ষের প্রান্তে দাঁড়িয়ে থাকা ইয়েমেনে সরকারী বাহিনীর এ ধরনের হামলা দেশটির জনগণের ওপর ভয়াবহ পরিণতি বয়ে আনবে। ইয়েমেনকে বিশ্বের সবচেয়ে মানবিক সঙ্কটাপন্ন দেশ হিসেবে ঘোষণা করেছে জাতিসংঘ। সাড়ে তিন বছরের যুদ্ধের পর দুই কোটি ২০ লাখ ইয়েমেনী বা দেশটির তিন-চতুর্থাংশ মানুষ সাহায্যের ওপর নির্ভরশীল। উল্লেখ্য, এর আগে গত আগস্টে স্কুল শিক্ষার্থীদের বহনকারী একটি বাসে সৌদি জোটের হামলায় কমপক্ষে ৪৩ জন নিহত হয়। আহত হয় আরও প্রায় অর্ধশত।
×