ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার নিয়ে আলোচনায় রাজি যুক্তরাষ্ট্র ॥ তালেবান

প্রকাশিত: ০৩:৪৭, ১৫ অক্টোবর ২০১৮

 আফগানিস্তান থেকে  সেনা প্রত্যাহার নিয়ে আলোচনায় রাজি যুক্তরাষ্ট্র ॥ তালেবান

তালেবানের শীর্ষ নেতারা জানিয়েছেন, আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের বিষয়ে তাদের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি আলোচনায় বসতে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র। এ নিয়ে শনিবার কাতারের রাজধানী দোহায় তালেবান প্রতিনিধিদের সঙ্গে যুক্তরাষ্ট্রের দূত জালমে খলিলজাদের মধ্যে আলোচনা হয়েছে। খবর আল-জাজিরার। নাম প্রকাশে অনিচ্ছুক তালেবানের দুইজন শীর্ষ কর্মকর্তা বলেন, আফগানিস্তানে ১৭ বছর ধরে চলা যুদ্ধের ইতি টানতে তালেবানদের শর্ত নিয়ে আলোচনা করতে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র। একজন কর্মকর্তা বলেন, বিদেশী সেনা প্রত্যাহারসহ সব ইস্যুতে আলোচনা করতে দোহায় তালেবান কর্মকর্তাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের ছয়জন প্রতিনিধি বৈঠক করেছেন। তবে ওই কর্মকর্তা বলেছেন, এটি প্রাথমিক আলোচনা ছিল এবং সব ইস্যু নিয়ে সাধারণভাবে আলোচনা হয়েছে। আফগানিস্তানে তালেবানদের বিরুদ্ধে একটি নতুন কৌশলের অংশ হিসেবে গেল বছর দেশটিতে সেনা বৃদ্ধি করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আফগানিস্তানে এখন প্রায় ১৪ হাজার মার্কিন সেনা রয়েছে। এর আগে তালেবানরা বলেছিল, আফগানিস্তানে বিদেশী সেনাদের উপস্থিতি শান্তি আলোচনার জন্য বাধা। যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনায় বসতে আফগানিস্তান থেকে বিদেশী সেনা প্রত্যাহারসহ সংগঠনটির নেতাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা তুলে নেয়া, আফগানিস্তানে তাদের বন্দী যোদ্ধাদের মুক্তি এবং একটি আনুষ্ঠানিক রাজনৈতিক অফিস প্রতিষ্ঠার মতো বিভিন্ন শর্ত রয়েছে তালেবানের।
×