ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সৌদি সম্মেলন বয়কট করবে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য

প্রকাশিত: ০৩:৪৭, ১৫ অক্টোবর ২০১৮

  সৌদি সম্মেলন বয়কট করবে  যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য

সৌদি সাংবাদিক জামাল খাশাগজি নিখোঁজের ঘটনাকে কেন্দ্র করে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র রিয়াদে অনুষ্ঠেয় আন্তর্জাতিক সম্মেলন বয়কটের চিন্তা করছে বলে বিবিসি জানতে পেরেছে। আন্তর্জাতিক বিনিয়োগকারীদের ওই সম্মেলন ২৩ অক্টোবর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বিবিসি। ভিন্ন মতাবলম্বী ও রাজ পরিবারের সমালোচক সাংবাদিক জামাল খাশাগজি ২ অক্টোবর ইস্তানবুলে সৌদি কনস্যুলেটে ঢোকার পর আর বের হননি। তুরস্কের অভিযোগ সৌদি আরব ১৫ জনের একটি ঘাতক দল পাঠিয়ে তাকে হত্যা করেছে। রিয়াদ অবশ্য এ অভিযোগ অস্বীকার করেছে। এ নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে বিবাদ অব্যাহত আছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সৌদি এ ঘটনার জন্য দায়ী প্রমাণিত হলে তিনি দেশটিকে শাস্তি দেবেন। মার্কিন টেলিভিশন চ্যানেল সিবিএসর ‘সিক্সটি মিনিট’ অনুষ্ঠানে ট্রাম্প বলেন, যদি প্রমাণিত হয় যে, খাশাগজিকে সৌদি আরব হত্যা করেছে তাহলে দেশটিকে কঠিন শাস্তির মুখোমুখি হতে হবে। রিয়াদে অনুষ্ঠেয় আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন থেকে বিভিন্ন মিডিয়াও নিজেদের প্রত্যাহার করে নেয়ার কথা জানিয়েছে। এর মধ্যে রয়েছে মার্কিন সাময়িকী ইকনোমিস্ট, নিউইয়র্ক টাইমস ও সিএনবিসিসহ আরও বহু প্রতিষ্ঠান। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য ছাড়াও কয়েকটি প্রতিষ্ঠান সৌদি আরবের বিনিয়োগ সম্মেলনে যোগ না দেয়ার ঘোষণা দিয়েছে। ফিউচার ইনভেস্টিভ ইনিশিয়েটিভ নামে ওই সম্মেলনের উদ্যেক্তরা জানিয়েছেন তারা খাশাগজি নিখোঁজ হওয়ার ঘটনায় সৌদি সংশ্লিষ্টতার কথা জানতে পেরে হতাশ হয়েছেন। রিয়াদ এখনও পর্যন্ত ঘটনার কোন নির্ভরযোগ্য ব্যাখ্যা দিতে পারেনি। বিষয়টি নিয়ে কূটনৈতিক চাপে রয়েছে সৌদি আরব। একাধিক প্রতিবেদনে জানা গেছে যে, খাশাগজিকে তুরস্কের সৌদি কনসুলেটের ভেতরেই হত্যা করা হয়েছে। যার পেছনে রিয়াদ সরাসরি জড়িত আছে। তবে শুরু থেকেই এ অভিযোগ অস্বীকার করে আসছে সৌদি আরব। কূটনৈতিক সূত্রগুলো বিবিসির জেমস লিন্ডালকে জানিয়েছে, মার্কিন অর্থমন্ত্রী স্টেভ মনুচিন এবং যুক্তরাজ্যের আন্তজার্তিক বাণিজ্যমন্ত্রী লিয়াম ফক্স উভয়ই সৌদিতে হতে যাওয়া বিনিয়োগ সম্মেলনে যোগ দেবেন না বলে নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছেন। তবে এ বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। যুক্তরাজ্যের আন্তজার্তিক বাণিজ্য মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, সৌদি বিনিয়োগ সম্মেলনে যোগ দেয়ার বিষয়টি লিয়ান ফক্স এখনও তার ডায়েরিতে লিপিবদ্ধ করেননি। সৌদি এজেন্টের হাতেই খাশাগজির মৃত্যু হয়েছে বিষয়টি নিশ্চিত হওয়া গেলে এ বিষয়ে যৌথ বিবৃতি দেয়া হবে মার্কিন ও ব্রিটিশ তরফে জানান হয়েছে। যুক্তরাজ্য, ফ্রান্স, ইউরোপীয় ইউনিয়নসহ বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থা সৌদি সাংবাদিকের নিখোঁজের ঘটনার জন্য দেশটির কাছে জবাব চেয়েছে। খাশাগজির বাগদত্তা হাতিস সেনগিজ টুইটারে লিখেছেন, তিনি এখনও তার ফিরে আসার ব্যাপারে আশা ছাড়েননি। ‘যদি প্রমাণিত হয় খাশাগজিকে হত্যা করা হয়েছে তবে কোন নিন্দাই ঘটনার ভয়াবহতা প্রকাশের জন্য যথেষ্ট হবে না’। শনিবার খাশাগজির জন্মদিন ছিল বলে সেনসিজ উল্লেখ করেন। আঙ্কারা বলেছে, খাশাগজিকে কনস্যুলেট ভবনের ভেতরে হত্যা করা হয়েছে এবং এ বিষয়ে প্রমাণ তাদের কাছে আছে। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নির্দেশেই এটি করা হয়েছে। বিন সালমানের তত্ত্বাবধানে সৌদি আরবের উচ্চাভিলাষী ভিশন-২০৩০ এর বাস্তবায়ন ব্যাপক মাত্রায় বিদেশী বিনিয়োগের ওপর নির্ভরশীল। চলতি মাসের অনুষ্ঠেয় ব্যবসায় সম্মেলন বাধাগ্রস্ত হলে তা সৌদি নীতিনির্ধারকদের কাজ কঠিন করে দেবে। পাশাপাশি মার্কিন কংগ্রেসের পক্ষ থেকে দেশটির ওপর ভবিষ্যতে অস্ত্র নিষেধাজ্ঞা আরোপিত হলে পরিকল্পনা বাস্তবায়ন প্রায় অসম্ভব হয়ে পড়বে।
×