ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

নো ডিল ব্রেক্সিটের জন্য তৈরি হচ্ছেন আরলিন ফস্টার

উত্তর আয়ারল্যান্ডের সঙ্গে বিবাদে মে সরকার

প্রকাশিত: ০৩:৪৬, ১৫ অক্টোবর ২০১৮

উত্তর আয়ারল্যান্ডের সঙ্গে  বিবাদে মে সরকার

ডেমোক্র্যাটিক ইউনিয়নিস্ট পার্টি (ডিইউপি) নেতা আরলিন ফস্টার নো ডিল ব্রেক্সিটের জন্য তৈরি হচ্ছেন, ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরেসা মেকে এ বিষয়ে অবহিত করা হয়েছে। সম্প্রতি ইইউ প্রধান আলোচকের সঙ্গে ব্রিটেনের সম্পর্কে যে উত্তেজনা তৈরি হয়েছে তাতে এমন ধারণা স্বাভাবিক যে শেষ পর্যন্ত ইইউর সঙ্গে একটি নো ডিল ব্রেক্সিট হবে। ইইউ প্রধান আলোচকের সঙ্গে ব্রিটেনের সম্পর্কে বেশ দূরত্ব সৃষ্টি হয়েছে বলে ফাঁস হওয়া সরকারী ইমেইল থেকে জানা গেছে। গার্ডিয়ান। টেরেসা মের সাবেক ব্রেক্সিট মন্ত্রী ডেভিড ডেভিস বলেছেন, মের ব্রেক্সিট পরিকল্পনা ‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য’। মন্ত্রিসভার সদস্যদের প্রতি তিনি আহ্বান জানিয়েছেন তারা যেন এ বিষয়ে তাদের যৌথ কর্তৃত্ব প্রয়োগ করে। সানডে টাইমস পত্রিকায় ডেভিস লেখেন, আয়ারল্যান্ডের সঙ্গে সীমান্ত উন্মুক্ত রাখার স্বার্থে মে যদি কাস্টম ইউনিয়নে থাকার পরিকল্পনার নিয়ে অগ্রসর হন ও অন্যদের প্রতি পীড়াপীড়ি করেন তবে ইইউ ত্যাগ করতে ইচ্ছুক মন্ত্রীরা সব একসঙ্গে পদত্যাগ করতে পারেন। তিনি আরও বলেন, এটি হবে আধুনিক সময়ের ইতিহাসে ব্রিটেনের কোন সরকারের নেয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। এর জন্য আগামী এক সপ্তাহ খুব গুরুত্বপূর্ণ সময় বলে তিনি মনে করেন। মন্ত্রিসভাকে তাদের যৌথ কর্তৃত্ব প্রয়োগ করার জন্য তিনি আহ্বান জানিয়েছেন। গত সপ্তাহে ব্রাসেলসে ফস্টার মিচেল বার্নিয়ারের সঙ্গে বৈঠক করেছেন। ফরাসী কর্মকর্তা বার্নিয়ার বর্তমানে ইইউর আলোচক টিমের নেতৃত্ব দিচ্ছেন। বার্নিয়ারকে ফস্টার বলেছেন, ব্রেক্সিট নিয়ে সম্ভাবনা যেভাবে দ্রুত ফুরিয়ে আসছে তাতে উত্তর আয়ারল্যান্ড বিষয়ে ব্রাসেলসে নিজের অবস্থান পরিষ্কার করার সময় এসে গেছে। সরকারের সিনিয়র উপদেষ্টারা জানিয়েছেন ডিইউপি নেতা এখন নো ডিল বা কোন চুক্তি ছাড়াই ইইউ থেকে বেরিয়ে আসার জন্য প্রস্তুত হচ্ছেন।
×