ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

কথার বরখেলাপ করিনি॥ আইনমন্ত্রী

প্রকাশিত: ০৭:৫২, ১৪ অক্টোবর ২০১৮

কথার বরখেলাপ করিনি॥ আইনমন্ত্রী

স্টাফ রিপোর্টার ॥ ডিজিটাল নিরাপত্তা আইনের নয়টি ধারা সংশোধনীর দাবির প্রেক্ষিতে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, তিনি তার কথার ‘বরখেলাপ’ করেননি । তিনি বলেন, ‘আমার কথা রাখার সময় কিন্তু এখনও শেষ হয়নি। আমি কথার বরখেলাপ করিনি।’ শনিবার সুপ্রীমকোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে ঢাকার কসবা উপজেলা সমিতির অভিষেক অনুষ্ঠান, গুণীজন সম্মাননা ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। সম্পাদক পরিষদের কর্মসূচীর বিষয়টি আইনমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হলে মন্ত্রী বলেন, ‘আমি এটুকু বলতে পারি। ওনারা (সম্পাদক পরিষদ) যেটা বলেছেন, আমরা যখন তাদের সঙ্গে গত ৩০ তারিখ বৈঠক করি, সেই বৈঠকে তারা বিষয়টি উত্থাপন করেছিলেন। এ আইনের ৯টি ধারা সম্পর্কে তাদের বক্তব্য আছে বলেও জানান। সেই আলোচনায় বলেছি, এ আইনের ২১ ধারা সম্পর্কে তাদের সঙ্গে আলাপ করেই দেয়া হয়েছে। এই ২১ ধারার ব্যাপারে আমরা কোন কথা শুনব না। আমি যতটুকু চোখে দেখেছি তারাও তাতে রাজি হয়েছিলেন। ২১ ধারা সম্পর্কে কথা বলবেন না।’ তিনি বলেন, ‘বাকি আটটি ধারা সম্পর্কে আমি বলেছিলাম, আইনটা যেহেতু সংসদে পাস হয়ে গেছে। এইটা নিয়ে কথা বলার আগে বা এমন কিছু করার আগে ওনাদের কথাগুলো মন্ত্রিপরিষদে উত্থাপিত করতে হবে। তো সেই কথা আমি এখনও মন্ত্রিপরিষদে উত্থাপন করিনি। আমি শুনেছি ওনারা (সম্পাদক পরিষদ) নাকি বলেছেন, আমরা কথা রাখিনি। আমার কথা রাখার সময় কিন্তু এখনও শেষ হয়নি। আমি ওনাদের এইটুকু বলতে পারব আমি কথার বরখেলাপ করিনি। কারণ আমার সময় শেষ হয়নি। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, আমি একজন খুব সাধারণ মানুষ। আমি কোন দায়িত্ব নিলে তা পালন করার চেষ্টা করি। তিনি বলেন, আমাদের ঐক্যবদ্ধ থেকে নিজ নিজ এলাকা ও দেশের উন্নয়নের জন্য কাজ করতে হবে। এ সময় তিনি কসবা উপজেলা সমিতি, ঢাকার ছাত্র কল্যাণ প্রকল্পে নয় লাখ টাকা দেয়ার প্রতিশ্রুতি দেন। কসবা উপজেলা সমিতি, ঢাকার সভাপতি প্রকৌশলী কবীর আহমেদ ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে কসবা-আখাউড়ার সাবেক সংসদ সদস্য ও মিল্লাত গ্রæপের চেয়ারম্যান মিয়া আব্দুল্লা ওয়াজেদ, উত্তরা গ্রুপের গ্রুপের চেয়ারম্যান মতিউর রহমান, উপজেলা সমিতির সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার জাহিদ ভূঁইয়া, সমিতির সাবেক সভাপতি আলহাজ সেলিম মাস্টার প্রমুখ বক্তৃতা করেন।
×