ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

দুরন্ত টিভির দুরন্ত সময়ে মূকাকু নিথর মাহবুব

প্রকাশিত: ০৭:১১, ১৪ অক্টোবর ২০১৮

দুরন্ত টিভির দুরন্ত সময়ে মূকাকু নিথর মাহবুব

সংস্কৃতি ডেস্ক ॥ দুরন্ত টিভিতে ‘দুরন্ত সময়’ সিজন-২ প্রচার শুরু হচ্ছে আজ। প্রতি সপ্তাহের রবি থেকে বৃহস্পতিবার সকাল ৭টা, বেলা ১১-৩০ ও বিকাল ৫-৩০ মিনিটে অনুষ্ঠানটি প্রচার হবে। অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করছেন পার্থ প্রতিম হালদার ও জামাল হোসেন আবির। এই অনুষ্ঠানটির মাধ্যমে শিশুদের খেলতে খেলতে ব্যায়াম শেখানো হয়। নতুন সিজনে তার সঙ্গে যুক্ত হচ্ছে নতুন কিছু বিষয়। তার মধ্যে আছে আকর্ষণীয় এক চরিত্র মূকাকু। আর এই চরিত্রে অভিনয় করেছেন নিথর মাহবুব। মূকাভিনয়ের মূ এর সঙ্গে কাকুর সংযোগ ঘটিয়ে চরিত্রটির নাম রাখা হয়েছে মূকাকু। এবার প্রতি পর্বে তিনটি করে ছড়াগান থাকবে। ৬৫ পর্বের এই অনুষ্ঠানে মোট ৭১টি ছড়াগান ব্যবহৃত হয়েছে। গানগুলো লিখেছেন জুয়েল কবীর আকাশ। সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন আবিদা সুলতানা। এছাড়া প্রতি পর্বে একটি করে পেশার সঙ্গে পরিচয় ঘটানোসহ সে পেশার মানুষদের ওপর এবং বিভিন্ন দেশীয় গ্রামীণ খেলার ওপর নির্মিত তথ্যচিত্র দেখানা হবে। শেখানো হবেÑ ক্রাফট, ছবি আঁকা, অরিগামি, ছায়াপুতুল, ক্যালিগ্রাফি ইত্যাদি নানা মজার বিষয়। প্রতি পর্বে বাংলাদেশের একটি করে প্রাণী সম্পর্কে জানানো হবে শিশুদের আর শিশুদের আনন্দের মাধ্যমে শেখানোর জন্য প্রতি পর্বে মূকাকু রূপে হাজির হবেন নিথর মাহবুব। বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন শিশুশিল্পী আফরা, পারিশা, ঋদ্ধি, প্রহর, রোজা, মেধা, আরবিন, লারিসা, নোরা, ফাবিহা, আতিকা। খালামনি চরিত্রে তন্নি, প্রেমা, সোমা, সিন্থিয়া ও চাচ্চু চরিত্রে আকাশ। অনুষ্ঠানের প্রধান সহকারী পরিচালক আমিনা নওশিন রাইসা। চিত্রগ্রহণ পরিচালক হিসেবে ছিলেন আজিমুল হক আরজু। নির্বাহী প্রযোজক সুমনা সিদ্দিকী। অনুষ্ঠানটির ছড়াগানে কোরিওগ্রাফার ছিলেন সুইটি দাশ চৌধুরী। মূকাকু বাংলাদেশের মূকাভিনয়ের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। বাংলাদেশে মূকাভিনয়কে জনপ্রিয় করার যে স্বপ্ন আমি দেখি মূকাকু সেই প্রত্যাশা অনেকটাই পূরণ করবে বলে আমি আশা করছি। এর আগে টিভি মিডিয়ায় কোন অনুষ্ঠানে এত বড় পরিসরের ধারাবাহিক অনুষ্ঠানে মূকাভিনয় বা মূকাভিনেতাদের নিয়ে কাজ হয়েছে বলে আমার জানা নেই। মূকাভিনয়কে ঘরে ঘরে পৌঁছে দেয়ার এই সুযোগ তৈরি করে দেয়ায় দুরন্ত টিভি এবং এর কর্মকর্তাদের ধন্যবাদ জানাই। মূকাভিনয় মূকাভিনয়কে পারফর্মিং আর্টের বেজ বলা হলেও আমাদের দেশে এটি অনেকটাই অবহেলিত। মঞ্চে মূকাভিনয়ের কাজ আগের তুলনায় বাড়লেও টিভি মিডিয়ায় সারাবছরে মূকাভিনয় বা মাইম নিয়ে কোন আয়োজন থাকে না বললেই চলে। সেক্ষেত্রে দুরন্ত টিভির এই আয়োজনে আমাকে সুযোগ দেয়ায় মূকাভিনশিল্পী হিসেবে আমি তাদের কাছে কৃতজ্ঞ।
×