ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মহাকালের ‘শ্রাবণ ট্র্যাজেডি’ নাটকের মঞ্চায়ন আজ

প্রকাশিত: ০৭:০৮, ১৪ অক্টোবর ২০১৮

মহাকালের ‘শ্রাবণ ট্র্যাজেডি’ নাটকের মঞ্চায়ন আজ

স্টাফ রিপোর্টার ॥ গঙ্গা-যমুনা সাংস্কৃতিক উৎসবে আজ রবিবার মহাকাল নাট্য সম্প্রদায়ের নতুন প্রযোজনা ‘শ্রাবণ ট্র্যাজেডি’ নাটকটি মঞ্চস্থ হবে। দল সুত্রে জানা গেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার প্রধান মিলনায়তনে আজ সন্ধ্যা ৭টায় নাটকটির মঞ্চায়ন হবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক আনন জামান রচিত ‘শ্রাবণ ট্র্যাজেডি’ নাটকটি নির্দেশনা দিয়েছেন ঢাকা বিশ^বিদ্যালয়ের থিয়েটার এ্যান্ড পারফর্মেন্স স্টাডিস বিভাগের সহকারী অধ্যাপক আশিক রহমান লিয়ন। মহাকালের ৪০তম প্রযোজনা ‘শ্রাবণ ট্র্যাজেডি’ নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন কবির আহামেদ, ফারুক আহমেদ সেন্টু, মোঃ শাহনেওয়াজ, মনিরুল আলম কাজল, পলি বিশ^াস, সামিউল জীবন, রাজিব হোসেন, শিবলী সরকার, শাহরিয়ার হোসেন পলিন, তারেকেশ্বর তারোক, আহাদুজ্জামান কলিন্স, সুমাইয়া তাইয়ুম নিশা, আরাফাত আশরাফ, স্বপ্নিল, আজহার, পিয়াসী জাহান, কাজী তারিফ, তাজুল রনি, রেদোয়ান, সিয়াম রাব্বি, জুনায়েদ, নূর আকতার মায়া, রাফি, রিফাত হোসেন জুয়েল, আমিনুল আশরাফ, ইকবাল চৌধুরী, মীর নাহিদ আহসান ও মীর জাহিদ হাসান। জন্মলগ্ন থেকেই মহাকালের অভিপ্রায় ছিল রাষ্ট্রীয় ও আন্তর্জাতিক নানারকম সাম্প্রতিক সঙ্কট উপজীব্য নাট্য প্রযোজনা মঞ্চে নিয়ে আসা। সংগ্রামী নারী আসমানী থেকে আরম্ভ করে মুক্তিযুদ্ধের বিস্তৃত ক্যানভাস, গীতিকার নারী, তাঁত শিল্পের কারিগর, প্রান্তিক জনমানুষ, লিঙ্গ প্রতিবন্ধী, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, জঙ্গীবাদের মতো বিষয় ও নানামাত্রিক চরিত্র উঠে এসেছে মহাকালের নাট্য আয়োজনে। মহাকালের চল্লিশতম প্রযোজনা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং পরিবার-পরিজনদের সুপরিকল্পিতভাবে নৃশংস হত্যাকা- নিয়ে গবেষণালব্ধ মঞ্চনাটক ‘শ্রাবণ ট্র্যাজেডি’। দীর্ঘ নয় মাস গবেষণালব্ধ এ পা-ুলিপিতে জাতির জনককে হত্যার প্রত্যক্ষ পরিকল্পনাকারী রাজনৈতিক ও সামরিক বেনিয়াদের অংশগ্রহণ ও কার্যকারণ উন্মোচিত হয়েছেÑ যা প্রজন্ম থেকে প্রজন্মের জানার অধিকার রয়েছে। একটি ভূখ-ের স্থপতি মহান নেতার হত্যাকারীদের চেনার জানার ঘৃণা প্রকাশের অধিকার রয়েছে স্বাধীন নাগরিকগনের। অসাম্প্রদায়িকতার মূর্তপ্রতীক- মানুষের প্রতি বঙ্গবন্ধুর ভালবাসা ও সাধারণ মানুষের সঙ্গে তার নিবিড় সম্পর্ক, ব্রিটিশবিরোধী আন্দোলন, ভাষা আন্দোলন, স্বাধীনতা সংগ্রাম ও রাষ্ট্র গঠনে তার সত্যনিষ্ঠ দুর্বার প্রচেষ্টা রচিত হয়েছে এ পা-ুলিপিতে। মহান নেতার হত্যাকারী রাজনৈতিক ও সামরিক বেনিয়া আর খুনীদের মুখোশ উন্মোচনের মধ্য দিয়ে নতুন প্রজন্মকে সতর্ক করা এবং খুনীদের ও তাদের অনুসারীদের ঘৃণাভরে প্রত্যাখ্যান করার প্রত্যয় তৈরিতে ভূমিকা রাখবে এ নাট্য প্রযোজনা এমনটাই মনে করেন নাট্যদলের কর্মীরা। বিশেষ করে একটি স্বাধীন ভূখ-ের মহান স্থপতির প্রতি নৈতিক, মানবিক ও রাষ্ট্রিক দায়বদ্ধতা থেকে নয়মাসের গবেষণালব্ধ এ পা-ুলিপিটি মঞ্চায়নের জন্য তারা দৃঢ় সংকল্পবদ্ধ। নাটকটির নেপথ্য শিল্পীরা হলেন- মঞ্চ, আলো, পোশাক ও আবহসঙ্গীত পরিকল্পনায় আশিক রহমান লিয়ন, কোরিওগ্রাফিতে আমিনুল আশরাফ, এ্যানিমেশনে সৈকত নাসির, আবহসঙ্গীত সম্পাদনায় কাজী মোহাইমিনুল হক, পোস্টার ডিজাইন দেবেন্দু উদাস, রূপসজ্জা শিল্পী শুভাশীষ দত্ত তন্ময়, টিকেট ব্যবস্থাপনায় সৈয়দ লুৎফর রহমান, প্রচার ব্যবস্থাপনায় সৈকত নাসির ও কাজী সাইফ আহমেদ, প্রকাশনা ব্যবস্থাপনায় কানাই চক্রবর্তী ও বুলবুল আহমেদ, সেট ও প্রপস ব্যবস্থাপক রাজিব হোসেন, প্রযোজনা ব্যবস্থাপক ইকবাল চৌধুুরী, মঞ্চ অধিকর্তা কবির আহামেদ, প্রযোজনা সমন্বয়ক মোঃ শাহনেওয়াজ, প্রযোজনা অধিকর্তা মীর জাহিদ হাসান ও সামগ্রিক তত্ত্বাবধানে আফজাল হোসেন। নাটকটি নির্মাণে পৃষ্ঠপোষকতা করেছে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় এবং বিভিন্ন সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠান। বাঙালীর শোকের মাসে মহাপ্রয়াণের শোক আখ্যান ‘শ্রাবণ ট্র্যাজেডি’ নাটকের বিশেষ প্রদর্শনী হয় গত ৩০ জুলাই সোমবার পরিক্ষণ থিয়েটার হলে।
×