ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ক্যাম্পাস পরিচিতি ॥ বনফুল আদিবাসী গ্রীনহার্ট কলেজে নবীনবরণ

প্রকাশিত: ০৬:৫১, ১৪ অক্টোবর ২০১৮

ক্যাম্পাস পরিচিতি ॥ বনফুল আদিবাসী গ্রীনহার্ট কলেজে নবীনবরণ

রাজধানীর মিরপুরে অবস্থিত বনফুল আদিবাসী গ্রীনহার্ট কলেজে অনুষ্ঠিত হলো ২০১৮Ñ২০১৯ শিক্ষাবর্ষে অধ্যয়নরত একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের নবীনবরণ, বার্ষিক পুরস্কার বিতরণী এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। গত ৬ অক্টোবর অনুষ্ঠিত বর্ণিল এই আয়োজনে বনফুল আদিবাসী গ্রীনহার্ট কলেজ থেকে পিইসি, জেএসসি, এসএসসি ও এইচএসসিতে জিপিএÑ৫ প্রাপ্ত মেধাবী ছাত্রছাত্রীদের সম্মাননা এবং ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়াও অনুষ্ঠানের একটি বিশেষ পর্বে কলেজ বার্ষিকী স্পন্দনের মোড়ক উন্মোচন করা হয়। কলেজ গবর্নিংবডি ও বনফুল আদিবাসী ফাউন্ডেশন ট্রাস্টের সভাপতি ভেন প্রজ্ঞানন্দ মহাথেরোর সভাপতিত্বে অনুষ্ঠিত নান্দনিক এই আয়োজনে প্রধান অতিথি ছিলেন জনপ্রিয় লেখক অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বনফুল আদিবাসী গ্রীনহার্ট কলেজের শিক্ষাবিষয়ক উপদেষ্টা প্রফেসর আশরাফ আলী। বনফুল আদিবাসী গ্রীনহার্ট কলেজের সামগ্রিক দিক তুলে ধরে সমাগত সকলের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন কলেজের রেক্টর সজল চন্দ্র সরকার এবং সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে দিকÑনির্দেশনামূলক বক্তব্য রাখেনÑ কলেজের অধ্যক্ষ সুদীপ কুমার ম-ল। প্রধান অতিথির বক্তব্যে জনপ্রিয় লেখক অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল বলেন, শিক্ষার্থীরা শুধু জিপিএ-৫ অর্জনের জন্য পড়াশোনা করবে এমনটা হতে পারে না। পাঠদান হতে হবে প্রকৃত জ্ঞান অর্জনের জন্য যাতে করে শিক্ষার্থীরা বৃদ্ধিবৃত্তিক চিন্তা চেতনায় সমৃদ্ধ হতে পারে। অনুষ্ঠানের সভাপতি ভেন প্রজ্ঞানন্দ মহাথেরো তাঁর বক্তব্যে সুশিক্ষায় শিক্ষিত জাতি বিনির্মাণের ব্যাপারে বনফুল আদিবাসী গ্রীনহার্ট কলেজের সার্বক্ষণিক প্রচেষ্টার কথা তুলে ধরে সকলকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠানের শেষাংশে ছিল বনফুল আদিবাসী গ্রীনহার্ট কলেজের ছাত্রছাত্রীদের অংশগ্রহণে নজরকাড়া সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে একক ও সমবেতভাবে দেশাত্মবোধক গান, কবিতা, আদিবাসী নৃত্য, শিক্ষামূলক নাটিকা ইত্যাদি পরিবেশন করা হয়। ক্যাম্পাস প্রতিবেদক
×