ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

টি২০ সিরিজও জিতল দ. আফ্রিকা

প্রকাশিত: ০৬:৪৮, ১৪ অক্টোবর ২০১৮

টি২০ সিরিজও জিতল দ. আফ্রিকা

স্পোর্টস রিপোর্টার ॥ ওয়ানডের পর জিম্বাবুইয়ের বিপক্ষে তিন ম্যাচের টি২০ সিরিজ জয় করলো দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় ম্যাচে জিম্বাবুইয়েকে ৬ উইকেটে হারিয়ে টি২০ সিরিজ নিশ্চিত করে প্রোটিয়ারা। পচেফস্ট্রমে টস জিতে প্রথমে ব্যাটিং বেছে নেয় জিম্বাবুইয়ে। দক্ষিণ আফ্রিকার বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ২০ ওভারে ৭ উইকেটে ১৩২ রানের সংগ্রহ পায় জিম্বাবুইয়ে। পাঁচ নম্বরে ব্যাট হাতে নেমে দলের পক্ষে সর্বোচ্চ ৪১ রান করেন সিন উইলিয়ামস। তার ২৮ বলের ইনিংসে ২টি চার ও ৩টি ছক্কা ছিল। এছাড়া উইকেটরক্ষক ব্রেন্ডন টেইলর ২৯, অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজা ২১ ও তেন্ডাই চিসোরো অপরাজিত ১৪ রান করেন। দক্ষিণ আফ্রিকা লুঙ্গি এনগিডি-ডেন পেটারসন-রবি ফ্রালিঙ্ক ২টি করে উইকেট নেন। জয়ের জন্য ১৩৩ রানের লক্ষ্যে খেলতে নেমে ২৬ বল বাকি রেখেই জয় তুলে নেয় দক্ষিণ আফ্রিকা। দলের কেউই বড় ইনিংস খেলতে না পারলেও জয় পেতে সমস্যা হয়নি প্রোটিয়াদের। জেপি ডুমিনি অপরাজিত ৩৩, উইকেটরক্ষক কুইন্টন ডি কক ২৬ ও হেনরিচ ক্লাসেন ২২ রান করেন। ম্যাচসেরা হয়েছেন দক্ষিণ আফ্রিকার পিটারসন। আজ বেনোনিতে অনুষ্ঠিত হবে সিরিজের তৃতীয় ও শেষ টি২০। মৌসুমের প্রথম গলফ টুর্নামেন্ট শুরু স্পোর্টস রিপোর্টার ॥ চলতি মৌসুমের প্রথম গলফ টুর্নামেন্ট ‘প্যারাগন প্রফেশনাল গলফ টুর্নামেন্টে’র তৃতীয় আসর আজ রবিবার থেকে শুরু হচ্ছে। বাংলাদেশ প্রফেশনাল গলফার্স এ্যাসোসিয়েশনের (বিপিজিএ) ব্যবস্থাপনায় কুর্মিটোলা গলফ ক্লাবে চার রাউন্ডের এই টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে। এবারের আসরে দেশের ৮০ পেশাদার গলফার ও ১০ এ্যামেচার গলফার অংশ নিচ্ছেন। ১০ লাখ টাকা প্রাইজমানির এই আসরের পুরো অর্থই দিচ্ছে প্যারাগন গ্রুপ। ১৭ অক্টোবর প্রতিযোগিতা শেষে কুর্মিটোলা গলফ ক্লাবে প্যারাগন প্রফেশনাল গলফ টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে। গুজরাট দাবায় জিয়া ১৯তম স্পোর্টস রিপোর্টার ॥ ভারতের গুজরাটের আহমেদাবাদে শেষ হয়েছে গুজরাট ইন্টারন্যাশনাল ওপেন আন্তর্জাতিক গ্র্যান্ডমাস্টার্স চেস টুর্নামেন্টের প্রথম আসর। এতে বাংলাদেশের গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান ১৯তম স্থান লাভ করেন। তিনি ১০ খেলায় ৭ পয়েন্ট অর্জন করে ১৪তম হতে ২০তম স্থানের জন্য টাই করে টাইব্রেকিংয়ে ১৯তম হন। এছাড়া আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিল সাড়ে ছয় পয়েন্ট পেয়ে ৪১তম।
×