ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

দলে আছেন রাশিয়া বিশ্বকাপ খেলা কোস্টারিকার কলিনড্রেস এবং জাতীয় দলের ৯ ফুটবলার, মৌসুমের সব শিরোপা জিততে চায় দলটি

দলবদল সম্পন্ন নবাগত বসুন্ধরা কিংসের

প্রকাশিত: ০৬:৪৬, ১৪ অক্টোবর ২০১৮

দলবদল সম্পন্ন নবাগত বসুন্ধরা কিংসের

স্পোর্টস রিপোর্টার ॥ নতুন মৌসুমে প্রথম দল হিসেবে ফুটবলারদের আনুষ্ঠানিক নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করেছে নবাগত দল বসুন্ধরা কিংস। ড্রাম বাজিয়ে, বিশাল গাড়িবহর নিয়ে, উৎসবমুখর পরিবেশে শনিবার বিকেলে দলবদল সেরে ফেলে তারা। তিন বিদেশীর সঙ্গে ৩০ দেশী ফুটবলারÑ মোট ৩৩ জনকে রেজিস্ট্রেশন করিয়েছে ক্লাবটি। এদের মধ্যে বর্তমান জাতীয় দলেরই আছেন নয় ফুটবলার। বাংলাদেশ প্রিমিয়ার লীগ ফুটবলে নতুন চমক নিয়ে এসেছে বসুন্ধরা কিংস। ২০১৮ রাশিয়া বিশ্বকাপে খেলা কোস্টারিকার তারকা ড্যানিয়েল কলিনড্রেসকে দলভুক্ত করেই সবচেয়ে বড় চমকটি দেখিয়েছি তারা। এছাড়া যোগ দিয়েছেন ব্রাজিলের ভিনিসিয়াস। থাইল্যান্ড লীগে খেলে এসেছেন ২৭ বছর বয়সী ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড। কোচ হিসেবে নিয়েছে মালদ্বীপের নিউ রেডিয়েন্টের স্প্যানিশ কোচ অস্কার ব্রোজেনকে। টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে নেয়া হয়েছে এক যুগেরও বেশি বাফুফেতে কাজ করা বিএ জোবায়ের নিপুকে। ব্রোজেনের সহকারী হিসেবে আছেন বাংলাদেশ জাতীয় দলের সহকারী কোচ মাহবুব আলম রক্সি এবং ফয়সাল মাহমুদ। স্প্যানিশ ফিটনেট ট্রেনার জাভিয়ারের সঙ্গে গোলরক্ষক কোচ হিসেবে আছেন মোহাম্মদ সেলিম। আক্রমণভাগে আছেন থাইল্যান্ড লীগ খেলা ব্রাজিলিয়ান ভিনিসিয়াসকে, যিনি সেখানকার পুলিশ থার্টিন এএফসির হয়ে ২৫ ম্যাচ খেলে করেছেন ১৩ গোল। এশিয়ান ফুটবলার বাদে গতকালই চূড়ান্ত করা হয়েছে বাকি তিন বিদেশী। পাশাপাশি দেশী ফুটবলার সংগ্রহও মন্দ নয় ক্লাবটির। রক্ষণভাগে আছেন সুশান্ত ত্রিপুরা, নাসির উদ্দিন চৌধুরী, রেজাউল করিম রেজা, দিদারুল আলম, স্প্যানিশ গিওর্গি গোটর ও নুরুল নাঈম। মধ্যমাঠে আছেন সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া আবাহনীর ছেড়ে আসা ইমন বাবু, চট্টগ্রাম আবাহনীর মাসুক মিয়া জনি, সাইফ স্পোর্টিংয়ের মোহাম্মদ ইব্রাহিম, হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস, মতিন মিয়াসহ অনেক দেশী খেলোয়াড়। পাশাপাশি ড্যানিয়েল কলিনড্রেসের সঙ্গে যোগ হবেন এশিয়ান কোটায় আরেক মিডফিল্ডার। তাতে শক্তিমত্তা আরও বাড়বে দলটির। ফরোয়ার্ড লাইনে ভিনিসিয়াসের সঙ্গী হবেন দেশী মাহবুবুর হমান সুফিল কিংবা তৌহিদুল আলম সবুজ। ক’দিন আগেই মালদ্বীপের নিউ রেডিয়েন্ট ক্লাবের বিপক্ষে প্রীতি ম্যাচে (নীলফামারীতে অনুষ্ঠিত) ৪-১ গোলে জেতে নিজেদের শক্তির জানানটা ভালমতোই দিয়েছে বসুন্ধরা। ক্লাবটির চেয়ারম্যান ইমরুল হাসান বলেন, ‘দুটি কারণে বড় বাজেটের দল গড়েছি আমরা। এক ভালমানের কিছু বিদেশী ফুটবলার এনে মাঠে দর্শক ফেরাতে, পাশাপাশি মৌসুমে সবকটি ট্রফি জয়ের পাশাপাশি এএফসি কাপে অংশ নিতে।’ তবে নিম্নমানের রেফারিং নিয়ে বেশ শঙ্কিত ক্লাবটি। একটি দল গত মৌসুমে নির্দিষ্ট এক রেফারি দিয়ে ১৫ ম্যাচ খেলেছে এবং ১১টি পেনাল্টি পেয়েছে। এ রকম কিছু হলে তো ভাল দল গড়ে কোন লাভ নেই’- বলেন ইমরুল। এখানে বাফুফের হস্তক্ষেপ কামনা করেন তিনি। আগামী ২২ অক্টোবর ফেডারেশন কাপ দিয়ে শুরু হবে এবারের ফুটবল মৌসুম। বাংলাদেশ প্রিমিয়ার লীগ ফুটবল শুরু হবে আগামী মাসের প্রথম সপ্তাহে। ছয় ভেন্যুতে অনুষ্ঠিত হবে এবারকার আসর। বাফুফের সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুশের্দী দাবি করেন- প্রায় সবগুলো দল একই মানের হওয়াতে পেশাদার লীগের আসর পূর্বের যে কোন আসরকে ছাড়িয়ে যাবে। এখন দেখার বিষয়, বিশ্বকাপের খেলোয়াড়কে নিয়ে এবারের মৌসুমের সবকটি শিরোপা নিজেদের করে নিতে পারে কি না নবাগত বসুন্ধরা কিংস।
×