ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মুম্বাইয়ে ব্যাংক থেকে ১৪৩ কোটি রুপী হাতাল হ্যাকাররা

প্রকাশিত: ০৬:২৮, ১৪ অক্টোবর ২০১৮

মুম্বাইয়ে ব্যাংক থেকে ১৪৩ কোটি রুপী হাতাল হ্যাকাররা

আবারও ব্যাংকে ‘চুরি’। সাধারণ মানুষের টাকা যে ব্যাংকে মোটেও নিরাপদ নয়, সেই প্রশ্নটাই তুলে দিল স্টেট ব্যাংক অব মরিশাসের মুম্বই শাখা। ওই শাখা থেকে প্রায় দেড় শ’ কোটি রুপী হাতিয়ে নিয়ে গিয়েছে হ্যাকাররা। গত ২ অক্টোবরের ঘটনা। বড়সড় হ্যাকার হানা হয় স্টেট ব্যাংক অব মরিশাসের মুম্বই শাখায়। নরিম্যান পয়েন্টের ওই শাখা থেকে হ্যাকাররা ১৪৩ কোটি রুপী হাতিয়ে নিয়েছে। ব্যাংক আধিকারিকরা জানান, তারা লক্ষ্য করেন কয়েকটি এ্যাকাউন্টের হিসেবে বড়সড় গড়বড় হয়েছে। বিষয়টি খতিয়ে দেখতে গিয়েই তারা আঁতকে ওঠেন। হ্যাকাররা ব্যাংকের বেশ কয়েকটি এ্যাকাউন্ট হ্যাক করে সেখান থেকে কোটি কোটি রুপী হাতিয়ে নিয়েছে! সঙ্গে সঙ্গে ব্যাংক কর্তৃপক্ষ মুম্বাই পুলিশের ইকনোমিক অফেন্স উইং-কে বিষয়টি জানান। তদন্তে নেমে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। তদন্তকারীরা জানান, বেশ কয়েকজন অজ্ঞাত পরিচয় ব্যক্তি ওই শাখার বেশ কয়েকটি এ্যাকাউন্ট হ্যাক করে সেই অর্থ বিদেশে বিভিন্ন এ্যাকাউন্টে ট্রান্সফার করেছে। -অর্থনৈতিক রিপোর্টার
×