ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পুঁজিবাজারে লেনদেন বেড়েছে ৩৫.২৭ শতাংশ

প্রকাশিত: ০৬:২৩, ১৪ অক্টোবর ২০১৮

পুঁজিবাজারে লেনদেন বেড়েছে ৩৫.২৭ শতাংশ

অর্থনৈতিক রিপোর্টার ॥ সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক ও লেনদেন দুটোই বেড়েছে। আলোচ্য সপ্তাহে ডিএসইতে লেনদেন বেড়েছে ৩৫.২৭ শতাংশ। আর প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে দশমিক ৩১ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, আলোচ্য সপ্তাহে ডিএসইতে ৩ হাজার ৮৯৪ কোটি ৩৭ লাখ ৫০ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। আগের সপ্তাহে ডিএসইতে ২ হাজার ৮৭৯ কোটি ৪ লাখ ১৪ হাজার টাকার শেয়ার লেনদেন করেছিল। এই হিসেবে লেনদেন বেড়েছে ৩৫ দশমিক ২৭ শতাংশ। এদিকে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে দশমিক ৩১ শতাংশ বা ১৬ দশমিক ৭৪ পয়েন্ট। ডিএসই শরিয়াহ সূচক বেড়েছে ১ দশমিক ২০ শতাংশ বা ১৫ দশমিক ০৩ পয়েন্ট। আর ডিএসই৩০ সূচক বেড়েছে ১ দশমিক ৪৪ শতাংশ বা ২৭ দশমিক ৪০ পয়েন্ট। আলোচ্য সপ্তাহে ডিএসইতে মোট ৩৪৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১১১টির, কমেছে ২১৩টির আর অপরিবর্তীত ছিল ১৯টির দর। অন্যদিকে মোট লেনদেনের ৮৯.৩৯ শতাংশ ছিল এ ক্যাটাগরির, ৩ দশমিক ২৬ শতাংশ বি ক্যাটাগরির, ৪ দশমিক ৯৪ শতাংশ এন এবং ২ দশমিক ৪২ শতাংশ ছিল জেড ক্যাটাগরিরর কোম্পানির দখলে। ডিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড, ইউনাইটেড পাওয়ার, সামিট পাওয়ার, ড্রাগন সোয়েটার, একটিভ ফাইন, বিবিএস ক্যাবল, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, সিঙ্গার বিডি ও ইফাদ অটো। দরবৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলো : সেন্ট্রাল ফার্মা, ভিএফএস থ্রেড ডাইং, মেঘনা সিমেন্ট, সামিট পাওয়ার, উত্তরা ব্যাংক, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, লিব্রা ইনফিউশন, সায়হাম টেক্স, ফাইন ফুড ও আমান কটন। দর হারানোর সেরা কোম্পানিগুলো হলো : লিগ্যাসি ফুটওয়্যার, স্টাইলক্রাফট, ইনটেক, রিপাবলিক ইন্স্যুরেন্স, বিডি অটোকার, মেঘনা কনডেন্স মিল্ক, ফারইস্ট ফাইন্যান্স, আইএসএন ও ন্যাশনাল হাউজিং।
×