ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দেশব্যাপী বিনিয়োগ শিক্ষার প্রসারে কাজ করছে বিএসইসি

প্রকাশিত: ০৬:২২, ১৪ অক্টোবর ২০১৮

দেশব্যাপী বিনিয়োগ শিক্ষার প্রসারে কাজ করছে বিএসইসি

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশব্যাপী বিনিয়োগ শিক্ষার প্রসার এবং শেয়ারবাজারের জন্য দক্ষ প্রফেশনাল জনবল তৈরির লক্ষ্যে বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন চেয়ারম্যান অধ্যাপক এম খায়রুল হোসেন। এছাড়া ২০১০ সালের ধসের পরে শেয়ারবাজারে আসা বিনিয়োগকারীদের স্বস্তির জন্য কাজ করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি। শনিবার রাজধানীতে বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেটের (বিআইসিএম) মাল্টিপারপাস হলে আন্তঃবিশ্ববিদ্যালয় শেয়ারবাজার-বিষয়ক কেস কম্পিটিশন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন বিআইসিএম এর নির্বাহী প্রেসিডেন্ট মোহাম্মাদ আব্দুল হান্নান জোয়ারদার। বিএসইসির চেয়ারম্যান বলেন, বাংলাদেশের অর্থনৈতিক উন্নতির স্বার্থে শেয়ারবাজারকে সামনে এগিয়ে নিতে বিএসইসি নানামুখী কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেছে। এ ধারা অব্যাহত থাকলে আগামী ৯ বছরের মধ্যে বাংলাদেশের অর্থনীতি দ্বিগুণ হয়ে যাবে বলে আশা প্রকাশ করেন খায়রুল হোসেন। তিনি আরও বলেন, উন্নত শেয়ারবাজার প্রতিষ্ঠার লক্ষে এখন আমরা বিভাগীয় পর্যায়ে অগ্রসর হচ্ছি। সর্বসাধারণকে শেয়ারবাজার সম্পর্কে অবহিত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হচ্ছে। এমনকি যারা নিরক্ষর, সেসব লোকজনের কথাও মাথায় রাখা হয়েছে। তাদের জন্য ব্যবস্থা নেয়া হবে। খায়রুল হোসেন বলেন, দেশের অর্থনীতি দ্রুত গতিতে এগিয়ে চলছে। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে একটি উন্নত দেশে পরিণত করতে হলে এই উন্নয়ন ও প্রবৃদ্ধির ধারা অব্যাহত রাখতে হবে। প্রবৃদ্ধির গতিধারা অব্যাহত রাখতে দীর্ঘমেয়াদে অর্থায়নের প্রধান উৎস হলো শেয়ারবাজার। দেশের শেয়ারবাজারকে সমৃদ্ধ করতে ভবিষ্যতে ডেরিভেটিভস এর মতো নতুন নতুন পণ্য বাজারে চালু করা হবে এবং দেশের শেয়ারবাজারকে সম্পূর্ণ ডিজিটালাইজড করা হবে। সভাপতির বক্তব্যে মোহাম্মাদ আব্দুল হান্নান জোয়ারদার বলেন, দেশব্যাপী শেয়ারবাজার বিষয়ক জ্ঞানের প্রসারে বিআইসিএম কাজ করছে। বর্তমানে বিনামূল্যে ইনভেস্টর এ্যাডুকেশন প্রোগ্রামসহ বিভিন্ন সার্টিফিকেট প্রোগ্রাম, পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন ক্যাপিটাল মার্কেট, সেমিনার ও কর্মশালা পরিচালনা করছে। ভবিষ্যত এ ইনস্টিটিউটের কার্যক্রম আরও বিস্তৃত হবে এবং ইনস্টিটিউটটি শেয়ারবাজার বিষয়ক জ্ঞান চর্চার আঞ্চলিক কেন্দ্রবিন্দুতে পরিণত হবে। তরুণরা শেয়ারবাজারে আসলে এ দেশের বাজার আরও বিস্তৃত ও সমৃদ্ধ হবে বলে যোগ করেন তিনি। এই অনুষ্ঠানে বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেটের (বিআইসিএম) কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, স্থানীয় পরিসরে প্রথমবারের মতো আন্তঃবিশ্ববিদ্যালয় শেয়ারবাজার-বিষয়ক কেস কম্পিটিশন আয়োজন করেছে বিআইসিএম। প্রথম ধাপে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রোড শো অনুষ্ঠানের মাধ্যমে প্রতিযোগিতা ও শেয়ারবাজার সম্পর্কে শিক্ষার্থীদের অবহিত করা হচ্ছে।
×