ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ভিক্ষুকমুক্ত পানছড়ি ঘোষণা

প্রকাশিত: ০৬:২১, ১৪ অক্টোবর ২০১৮

ভিক্ষুকমুক্ত পানছড়ি ঘোষণা

সংবাদদাতা, পানছড়ি, খাগড়াছড়ি, ১৩ অক্টোবর ॥ পানছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবুল হাশেমের অক্লান্ত পরিশ্রমে বদলে গেছে পানছড়ির চিত্র। লেখাপড়া, খেলাধুলা, বিনোদন থেকে শুরু করে সব কিছুতেই এনেছে আমূল পরিবর্তন। উপজেলাকে ভিক্ষুকমুক্ত করার লক্ষ্যে তার অক্লান্ত পরিশ্রম ও আন্তরিকতার ফলেই আজ আমি পানছড়িকে ভিক্ষুকমুক্ত উপজেলা ঘোষণা করছি। খাগড়াছড়ির পানছড়ি উপজেলা প্রশাসনের উদ্যোগে ভিক্ষুকদের মাঝে বাছুর, আর্থিক পুঁজি, সামাজিক নিরাপত্তা ভাতা কার্ড ও পানছড়ি বাজারে অগ্নিকা-ে ক্ষতিগ্রস্তের মাঝে সরকারী টেউটিন বিতরণকালে এসব কথা তুলে ধরেন খাগড়াছড়ি পার্বত্য জেলা প্রশাসক ও অনুষ্ঠানের প্রধান অতিথি মোঃ শহিদুল ইসলাম। শনিবার দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবুল হাশেমের সভাপতিত্বে আলোচনায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক এটিএম কাউছার হোসেন।
×